Aajbikel

দিনেদুপুরে সঙ্গীতশিল্পী সোনু নিগমের বাড়িতে চুরি! খোয়া গেল নগদ ৭২ লক্ষ টাকা

 | 
সোনু

মুম্বই: বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগমের বাড়িতে দিনেদুপুরে চুরি৷ বলিউডের এই নেপথ্য কন্ঠ শিল্পীর বাড়ি থেকে উধাও নগদ ৭২ লক্ষ টাকা। সোনুর বাবা অগম কুমার নিগমের মুম্বইয়ের বাড়ি থেকে এই টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। চুরির অভিযোগ আনা হয়েছে অগম কুমার নিগমের প্রাক্তন এক গাড়িচালকের বিরুদ্ধে৷ 

আরও পড়ুন- ক্যামেরার সামনেই আলোকচিত্রীকে সপাটে লাথি! কেন এমন কাজ করলেন রণবীর?


জানা গিয়েছে, সোনুর বাবার ফ্ল্যাট থেকে দু’দফায় ৭২ লক্ষ টাকা চুরি করা হয়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর প্রাক্তন গাড়িচালককে গ্রেফতার করল মুম্বইয়ের ওশিয়ারা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮০, ৪৫৪, ৪৫৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। 


সোনুর বাবা অগম কুমার নিগম ওশিয়ারার উইন্ডজর গ্র্যান্ড বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে থাকেন। তিনিও একজন প্রখ্যাত গজল শিল্পী৷ তাঁর বয়স ৭৬ বছর৷ সোনুর বোন নিকিতা জানান, তাঁর বাবা অগম কুমার নিগম রেহান নামক একটি ছেলেকে গাড়িচালক হিসাবে কাজে রেখেছিলেন। প্রায় আট মাস কাজও করেন৷ পরে কাজের মান সন্তোষজনক না হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।


অভিযোগ, অগম কুমার গত রবিবার মেয়ে নিকিতার ভারসোভার বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে গিয়েছিলেন৷ বাড়ি ফিরে মেয়েকে ফোন করে জানান, তাঁর ঘরে থাকা কাঠের আলমারির ডিজিটাল লকার থেকে নগদ ৪০ লক্ষ টাকা চুরি গিয়েছে। পরদিন ভিসা সংক্রান্ত কাজকর্মের জন্য সোনুর বাড়িতে যান৷ সেদিনও বাড়ি ফিরে দেখেন লকার থেকে ৩২ লক্ষ টাকা উধাও। অথচ সিন্দুকের কোনও ক্ষতি হয়নি৷


দু’দিন মোট ৭২ লক্ষ টাকা চুরি করা হয় অগম কুমার নিগমের আলমারি থেকে৷ কে এই কাজ করল প্রথমে তা আন্দাজ করতে পারেননি তিনি। পরে সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, তাঁর প্রাক্তন গাড়িচালক রেহান দু’দিনই বড় ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ঢুকেছিলেন৷ মনে করা হচ্ছে, নকল চাবির সাহায্যে ফ্ল্যাটে ঢুকেই ৭২ লক্ষ টাকা হাতিয়েছেন রেহান। 

Around The Web

Trending News

You May like