Aajbikel

সতীশের সঙ্গে শেষ পার্টিতে ছিলেন এক 'ওয়ান্টেড', ফার্মহাউজে 'সন্দেহজনক' ওষুধ উদ্ধার

 | 
satish

মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। হোলি পার্টি করার ঠিক এক দিন পরেই তাঁর মৃত্যু হয়। সতীশ কৌশিকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, হৃদরোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না, এমনকি অ্যালকোহলও পাওয়া যায়নি। কিন্তু আচমকা এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিচ্ছে। তার কারণ কিছু ওষুধ। 

আরও পড়ুন- প্রতারণার ফাঁদে তরুণকুমারের নাতি, ‘টাকা না দিলে নোংরা ছবি পাঠাব’,ব্ল্যাকমেল সৌরভকে

হোলি খেলার পরে রাত ১১টা নাগাদ হঠাৎ অসুস্থ বোধ করেন সতীশ। প্রথমে তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল বলে জানা যায়। এরপর তাঁকে তখনই গুরুগ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হোলির দিন যে ফার্ম হাউজে সতীশ ছিলেন দক্ষিণ-পশ্চিম দিল্লির ওই বাড়িতেই তল্লাশি চালায় দিল্লি পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু ওষুধ। আর এই ওষুধ নিয়েই সন্দেহ দেখা দিয়েছে পুলিশের মনে। তাহলে কি এই ওষুধের সঙ্গে কোনও যোগ আছে সতীশের মৃত্যুর? সেটাই জানার জন্য এখন অভিনেতার দেহের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে দিল্লি পুলিশ। আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে এবং তার পরেই বিষয়টি স্পষ্ট হবে। 

এছাড়া দিল্লির ফার্ম হাউজের ওই হোলি পার্টিতে কারা কারা উপস্থিত ছিলেন, তাঁদের সম্পূর্ণ তালিকা চেয়েছেন তদন্তকারীরা। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানা গিয়েছে। পাশাপাশি আরও একটি বড় বিষয়ও জানতে পেরেছে পুলিশ। যে হোলি পার্টিতে সতীশ ছিলেন সেখানে একজন শিল্পপতিও ছিলেন, যিনি একটি মামলায় 'ওয়ান্টেড'।  

Around The Web

Trending News

You May like