প্রতারণার ফাঁদে তরুণকুমারের নাতি, ‘টাকা না দিলে নোংরা ছবি পাঠাব’,ব্ল্যাকমেল সৌরভকে

প্রতারণার ফাঁদে তরুণকুমারের নাতি, ‘টাকা না দিলে নোংরা ছবি পাঠাব’,ব্ল্যাকমেল সৌরভকে

কলকাতা: সাইবার অপরাধীদের প্রতারণার ফাঁদে প্রয়াত অভিনেতা তুরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। টাকার জন্য তাঁকে ক্রমাগত ব্ল্যাকমেল করা হচ্ছে বলেই অভিযোগ জানিয়েছেন এই টেলি অভিনেতা৷ অপরাধীরা তাঁর মোবাইলের কনট্যাক্ট লিস্ট ‘হ্যাক’ করে নিয়েছে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাঁদের দাবি না মেটানো হলে, ‘নোংরা ছবি পাঠানো’ হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। থানায় অভিযোগ জানার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন- এক চোখে বাঁধা ব্যান্ডেজ! ‘বাঘা যতীন’-এর শুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেলেন দেব

ফেসবুক পোস্টে সৌরভ জানান, গত দু’দিন ধরে হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাঁকে বলা হয়, ঋণের টাকা শোধ করে দিতে হবে। কিন্তু অভিনেতার দাবি, তিনি এমন কোনও ঋণ নেননি। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে হুমকি দেওয়া হয়। বলা হয়, অভিনেতার ফোনে যাঁদের যাঁদের নম্বর আছে, সেই তালিকা হ্যাক করা হয়েছে৷ তাঁদের সকলের কাছে ‘নোংরা ছবি’ পাঠানো হবে। সৌরভের ফোন থেকেই সেই সব ছবি যাবে। 

সৌরভের এ-ও অভিযোগ, ঝঞ্ঝাট এড়াতে তিনি ওই নম্বরটাই ব্লক করে দেন৷ এর পর নাকি ভিন্ন নম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। অভিযোগ জানিয়ে তিনি লালবাজারের দ্বারস্থ হয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷ 

সৌরভ প্রথমসারির এক সংবাদমাধ্যমকে বলেন, যেখান থেকে ফোন করা হচ্ছে, সেটি ভুয়ো নম্বর। ফলে কে ফোন করছেন, তা বোঝা যাচ্ছে না। কিন্তু তাঁর হোয়াটসঅ্যাপে অনবরত মেসেজ এসে চলেছে। এর জন্য শট দিতেও অসুবিধা হচ্ছে। বারবার বলা হচ্ছে, ‘টাকাট পাঠান।’ অভিনেতা বলেন, তাঁকে হিন্দিতে লেখা হয়েছে, টাকা না পেলে তাঁকে কী করা হবে, তা তিনি ভাবতেও পারছেন না৷