মুম্বই: মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বড় জয় কঙ্গনা রানাউতের৷ অন্যায় ভাবে বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি) অভিনেত্রীর মুম্বইয়ের বাংলোর একাংশ ভেঙেছে বলে এদিন জানিয়ে দিল বম্বে হাইকোর্ট৷ শুক্রবার এই মামলার শুনানির সময় বিচারপতি জানান, ইচ্ছাকৃত ভাবে এই কাজ করা হয়েছে৷ বিএমসি’র এই ভুলের জন্য ক্ষতিপূরণ দিতে হবে অভিনেত্রীকে৷
আরও পড়ুন- অস্কারে আশা জাগাচ্ছে ভারতের এন্ট্রি মালায়ালাম ছবি ‘জালিকাট্টু’
বিএমসি বনাম কঙ্গনার এই আইনি লড়াইয়ের রায় ঘোষণার সময় এদিন আদালত জানায়, ‘‘আমরা এটা স্পষ্ট করে দিতে চাই যে, কঙ্গনা রানাউতের বিবৃতিকে আমরা সমর্থন করি না৷ তাঁর কথায় সংযম রাখা উচিত ছিল৷ তবে তাঁর বাংলো ভাঙার বিষয়টি গ্রহণযোগ্য নয়৷’’ উচ্চ আদালত আরও জানায়, ‘‘কোনও ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন মন্তব্য উপেক্ষা করাই ভালো৷ তবে এর জন্য রাজ্য সরকার পুরসভার মাধ্যমে তাঁর পেশী শক্তি ব্যবহার করতে পারে না৷’’ প্রসঙ্গত গত ৯ সেপ্টেম্বর মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনার বাংলোর একাংশ ভেঙে গুঁড়িয়ে দেয় বিএমসি৷ কঙ্গনার অভিযোগ, মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে টুইটে মুখ খোলার জেরেই এই পদক্ষেপ করা হয়েছে৷
আরও পড়ুন- ভক্তদের চমক দিয়ে নিকাহ সারলেন সানা, স্বামীর সঙ্গে ছবি পোস্ট বিগ বস খ্যাত অভিনেত্রীর
এদিন বিচারপতি এসজে কাথাওয়াল্লা এবং আরআই চাগলার ডিভিশন বেঞ্চ জানায়, ‘‘মিউনিসিপাল কর্পোরেশন অফ গ্রেটার মুম্বই (MCGM) নাগরিক অধিকারের বিরুদ্ধে ভুল পদক্ষেপ করেছে৷ কর্তৃপক্ষকে ‘পেশী শক্তি’ ব্যবহারের অনুমতি দেয় না আদালত৷’’ এছাড়াও শিবসেনা নেতা সঞ্জয় রাউত দলের মুখপত্র ‘সামনা’য় যে আর্টিকেলটি লিখেছেন তা পড়ার পর এবং নিউজ চ্যানেলের ক্লিপিংস দেখার পর আদালত মনে করছে কঙ্গনাকে হুমকি দেওয়া হয়েছিল৷ অন্যদিকে বিএমসি’র অভিযোগ, অবৈধ ভাব এই বাংলো নির্মাণ করেছেন কঙ্গনা৷ মোট ১৪টি ভুল তুলে ধরা হয়েছে তাদের তরফে৷ তাঁদের অভিযোগ, রান্না ঘরের জন্য নির্ধারিত স্থানে শৌচালয় করা হয়েছে৷ অন্যদিকে শৌচালয়ের জায়গায় নির্মিত হয়েছে অফিস৷ এদিকে অবৈধ ভাবে বাড়ি ভাঙার জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন কঙ্গনা৷