আশঙ্কাজনক সুর সাম্রাজ্ঞী, অবস্থার অবনতি হতেই দেওয়া হল ভেন্টিলেশনে

আশঙ্কাজনক সুর সাম্রাজ্ঞী, অবস্থার অবনতি হতেই দেওয়া হল ভেন্টিলেশনে

 

মুম্বই:  কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি। দেওয়া হল ভেন্টিলেশনে। কয়েক দিন আগে করোনা আক্রান্ত হন সুর সাম্রাজ্ঞী৷ গত ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ এর পর নিউমোনিয়া ধরা পড়ে তাঁর৷  সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন বয়স বেশি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷  শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে’। ব্রিজ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন, ‘‘নবতিপর গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তে রেখেই চিকিৎসা চলছে তাঁর৷  চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি৷’’ 

আরও পড়ুন- পারফেক্ট যোগা পোজে ঝড় তুললেন মালাইকা! শরীরি লাস্যে বুঁদ নেটিজেনরা

কিছু দিন আগে ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল ৯২ বছরের গায়িকার। চিকিৎসার পর থেকে বাড়িতেই থাকতেন তিনি। তবে মাঝে মধ্যেই অক্সিজেনের প্রয়োজন হত তাঁর৷  করোনা আক্রান্ত হয়ে জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়েছিল। সেই সময় লতার মুখপাত্র ও পরিবারের তরফে অনুরোধ করা হয়েছিল, তাঁর শারীরিক অবস্থা নিয়ে যেন কোনও ভুয়ো খবর ছড়ানো না হয়। তাঁদের পারিবারিক পরিসরে প্রবেশ না করার অনুরোধও জানানো হয়েছিল বিবৃতিতে। সুরসাম্রাজ্ঞীর মুখপাত্র বলেছিলেন, ‘‘হাওয়ায় ভেসে বেরানো ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউ-তে আছেন। তবে তিনি স্থিতিশীল৷ বিশিষ্ট চিকিৎসকদের টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’

গত ২০ জানুয়ারি প্রতীত সামদানি বলেছিলেন, ‘‘এখনও আইসিইউতে রেখেই ওঁর চিকিৎসা চলছে৷ আমরা সবরকম ভাবে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা চালাচ্ছি যাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠেন। ওঁর জন্য প্রার্থনা করুন’’।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *