Aajbikel

কেকে'র জীবনের শেষ ৪ ঘণ্টা কেমন ছিল? গায়ক কি কিছু বুঝেছিলেন

 | 
KK

কলকাতা: কলকাতা। নজরুল মঞ্চের শো। বেশ আনন্দের সঙ্গেই তিলোত্তমায় এসেছিলেন দেশের অন্যতম সেরা গায়ক কেকে। সোমবার শো করেছিলেন, দ্বিতীয় এবং শেষ শো ছিল গতকাল, মঙ্গলবার। কিন্তু কলকাতার শেষ শো-টাই যে জীবনের শেষ শো হয়ে যাবে, তা তিনি কেন, তাঁর ভক্তরাও কল্পনা করতে পারেননি। কিন্তু ভবিতব্য তো এটাই ছিল। তবে কিছু জিনিস আগে থেকে নজরে আনলে কি এই পরিণতি বদলানো যেত? গায়ক শো করতে করতে নিজে কি কিছু বুঝতে পেরেছিলেন? কেমন ছিল তাঁর জীবনের শেষ কয়েক ঘণ্টা?

আরও পড়ুন- প্রিয় গায়ককে গান স্যালুটে বিদায় জানাল কলকাতা, শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

অনেকের দাবি, অনুষ্ঠান শুরু হওয়ার কিছু পর থেকেই কেকে অসুস্থ বোধ করছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তিনি তাঁর শো শুরু করেন। ততক্ষণে প্রায় ঠাসা ভিড় হয়ে গিয়েছে নজরুল মঞ্চে। কমপক্ষে ৬ থেকে ৭ হাজার মানুষের সমাগম হয়েছিল অল্প সময়ের মধ্যে। ঘণ্টা দেড়েক ঠিক মতো শো করলেও তারপর থেকে খানিক অসুস্থ হতে শুরু করেন গায়ক। এমনটাই সূত্র মারফৎ জানা গিয়েছে। প্রথম প্রথম তিনি মঞ্চে রীতিমতো দাপাচ্ছিলেন, নেচে নেচে গান করছিলেন। কিন্তু ধীরে ধীরে তাঁর চলন-গমনে পরিবর্তন দেখা যায়। বারবার ঘাম মুছতে শুরু করেন কেকে, জল খান, স্পটলাইট নেভাতে বলেন। পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে মাঝে কিছুক্ষণ শো বন্ধ রেখে বিশ্রাম নিতে যান তিনি। ১০ মিনিট মতো বিশ্রাম নিয়ে আবার ফেরেন মঞ্চে। কিন্তু শারীরিক অবস্থার কোনও পরিবর্তন তখনও হয়নি তাঁর।

অনুষ্ঠানের শেষ গান দাপিয়েই গান কেকে। তারপর আরও শরীর খারাপ হয় তাঁর। এই মুহূর্তের এক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে তাঁকে কার্যত বিধ্বস্ত অবস্থায় মঞ্চ থেকে বের করে আনা হচ্ছে। সেখান থেকে সরাসরি কেকে চলে যান হোটেলে। গাড়িতে ওঠার পর থেকেই তিনি নাকি বলছিলেন যে, তাঁর ঠান্ডা লাগছে, হাত-পা কেমন কামড়ে ধরছে। এরপর হোটেলে ফিরে নিজের রুমে গিয়ে আরও যেন হাল ছেড়ে দেন তিনি। বমি করেন, সোফায় বসতে গিয়ে পড়ে যান। এই সময় তাঁর মুখে হালকা আঘাত লাগে। তৎক্ষণাৎ তাঁকে হোটেল থেকে বের করে দক্ষিণ কলকাতার হাসপাতালে আনা হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

Around The Web

Trending News

You May like