Aajbikel

প্রিয় গায়ককে গান স্যালুটে বিদায় জানাল কলকাতা, শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

 | 
salute

কলকাতা: বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। গানের মঞ্চেই শেষ তাঁর জীবন সফর৷ মঙ্গলবার হোটেলে ফেরার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিন এসএসকেএম হাসপাতালে তাঁর ময়নাতদন্ত হয়, পরে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয় কেকে'র মরদেহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে তাঁকে গান স্যালুট দেওয়া হবে। সেইভাবেই প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানাল কলকাতা।

আরও পড়ুন- গাইতে গাইতে দর দর করে ঘামছিলেন, আলোগুলো নিভিয়ে দাও, বলেছিলেন কেকে

এদিন দুপুরে আড়াইটে নাগাদ কেকে'র মরদেহ আনা হয় রবীন্দ্র সদনে। মুখ্যমন্ত্রীর সামনে গায়কের কফিন বন্দি দেহে শ্রদ্ধা জানান স্ত্রী এবং পরিবার। সকালেই তারা শহরে পৌঁছে গিয়েছিলেন। রবীন্দ্র সদনে এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয় সহ একাধিক নেতা-মন্ত্রী। অগুন্তি দর্শক সদন চত্বরে ভিড় করেন। কফিন বন্দি দেহের ওপর মালা দিয়ে শ্রদ্ধা জানান হয় কেকে'কে। এদিন সকালেই শিল্পীর প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে লেখেন, ‘বলিউড প্লেব্যাক গায়ক কেকে-র আকস্মিক এবং অকাল প্রয়াণে আমরা মর্মাহত। আমার সহকর্মীরা গতকাল রাত থেকেই কাজ করছেন, যাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা মেনে সমস্ত কাজ করা যায়। শিল্পীর পরিবারকে সবরকমভাবে সহায়তা করা হচ্ছে। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

Around The Web

Trending News

You May like