প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন অমিতাভ, মঞ্চে বসল চাঁদের হাট

প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন অমিতাভ, মঞ্চে বসল চাঁদের হাট

কলকাতা:  বৃহস্পতির বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের৷ সেই উপলক্ষে নেতাজি ইন্ডোরে বসেছিল চাঁদের হাট৷ উপস্থিত হয়েছিলেন বিগ বি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট , রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, কুমার শানু এবং অরিজিৎ সিংয়ের মতো তারকারা। মঞ্চে উজ্জ্বল উপস্থিতে ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। এদিন চলচ্চিত্র উৎসবের সূচনা হয় অমিতাভ বচ্চন এবং অরিজিৎ সিংয়ের গান দিয়ে। মঞ্চে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দল। উপস্থিত ছিলেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক সহ প্রায় গোটা টলিপাড়া৷ প্রদীপ জ্বালিয়ে ২০২২ সালের চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন অমিতাভ বচ্চন। 

আরও পড়ুন- বিকিনিতে উন্মুক্ত ক্লিভিজ! ডাবের জলে চুমুক দিয়ে সাগরপাড়ের উষ্ণতা বাড়ালেন জাহ্নবী

এদিন শাহরুখ খান আসতে অবশ্য কিছুটা দেরী করেন৷ মঞ্চ থেকে  সঞ্চালিকা জুন মালিয়া উৎসুখ দর্শকদের আশ্বাস দেন, ‘বাদশা আসছেন৷’ এদিন কালো শ্যুট-প্যান্টে সেজেছিলেন শাহরুখ খান। কিং খানকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বলিউড তারকা রানি মুখোপাধ্যায়ও। এদিন রানিও সেজেছিলেন কালো শাড়িতে৷  বিনোদন জগতে ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্মানিত করা হয় রানিকে৷ 

এদিকে, অনুষ্ঠানে এলেন মঞ্চে উঠতে রাজি ছিলেন না মাটির মানুষ অরিজিৎ সিং৷ মুখ্যমন্ত্রী জোর করায় তিনি মঞ্চে ওঠেন৷ তবে তাঁকে সামনের সারিতে দাঁড়াতে দেখা যায়নি৷ ছিলেন পিছনেই৷