বিকিনিতে উন্মুক্ত ক্লিভিজ! ডাবের জলে চুমুক দিয়ে সাগরপাড়ের উষ্ণতা বাড়ালেন জাহ্নবী

বিকিনিতে উন্মুক্ত ক্লিভিজ! ডাবের জলে চুমুক দিয়ে সাগরপাড়ের উষ্ণতা বাড়ালেন জাহ্নবী

 ম্বই:  হট অ্যান্ড বোল্ড পোশাকে কী ভাবে নেট পাড়ায় উষ্ণতার পারদ চড়াতে হয় তা বেশ ভালই জানেন শ্রীকন্যা৷ ইতিমধ্যেই সাহসী অভিনেত্রীর তকমা জুড়েছে জাহ্নবীর নামের সঙ্গে। তিনি এখন আর পাশের বাড়ির মেয়েটি নন৷ পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন জাহ্নবী৷ বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে শ্রীদেবী কন্যার নাম৷ 

আরও পড়ুন- চাঁচাছোলা লুকে চমকে দিলেন বাজিগর, মাঝসমুদ্রে আগুন জ্বালালেন দীপিকা

জাহ্নবী যে ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন, তা প্রায় সকলেরই জানা৷ আপাতত তিনি রয়েছেন সাগরপাড়ে৷ সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করে পারদ চড়াচ্ছেন শ্রী-কন্যা। বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকে আরও লাস্যময়ী অভিনেত্রী৷ ঘুম কেড়েছেন বহু পুরুষের৷ তার পোস্ট করা একের পর এক ছবিতে উষ্ণতার পরশ৷ নীল বিকিনিতে যেন লাস্যময়ী জাহ্নবী৷ ছবি পোস্ট করতেই নেটদুনিয়ায় ভাইরাল৷ 

জাহ্নবীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে আকাশি রঙের বিকিনি পরে সাগরপাড়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী৷ হাতে বড় মাপের একটি ডাব। ডাবের জলে চুমুক দিয়েই ছুটির মেজাজে দিন কাটাচ্ছেন শ্রী কন্যা। জাহ্নবীর শরীরী নেশায় বুঁদ নেটিজেনরা। 

নিজের ফ্যাশন সেন্স নিয়ে হামেশাই নেটিজেনদের নজর কেড়েছেন জাহ্নবী কাপুর। কাটাছেড়া পোশাক পরে ট্রোলডও হয়েছেন৷ তবে তাঁকে রোখে সাধ্যি কার! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =