নীল জলে শরীর ডুবিয়ে জলকেলিতে মত্ত কিয়ারা, শরীরি হিল্লোলে ঝড় নেটপাড়ায়

নীল জলে শরীর ডুবিয়ে জলকেলিতে মত্ত কিয়ারা, শরীরি হিল্লোলে ঝড় নেটপাড়ায়

মুম্বই: নিজের অভিনয় দক্ষতা আর স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন ছুঁয়েছেন কিয়ারা আদবানি৷ আগুন ঝরা লাস্যে পাগল করেছেন অনুরাগীদের৷ চাবুক শরীরে ঝড় তোলা কিয়ার এবার মাতলেন জলকেলিতে৷ নীল জলে শরীর ডুবিয়ে সুখের ঠিকানা খুঁজলেন তিনি৷

আরও পড়ুন- আগুনঝরা লাস্যে ডান্স ফ্লোরে ঝড় তুললেন ‘ময়ূরী’ নুসরত!

কিয়ারা

সর্বদাই পেজ থ্রি-র শিরোনামে থাকেন কিয়ারা৷ তাঁকে নিয়ে সর্বদাই সরগরম বি-টাউন৷ হট ফটোশ্যুট হোক বা সাধারণ ছবি পোস্ট,  নেটিজেনদের নজর থাকে সেদিকেই৷ তবে বোল্ড ফটোশ্যুটে কিয়ারা যে অত্যন্ত সাবলীল, তা প্রায় সকলেরই জানা৷ ডাব্বু রত্নানির নগ্ন ফোটোশ্যুট থেকে ‘লাস্ট স্টোরিজ’-এ স্বমেহনের দৃশ্যে ভাইব্রেটর ব্যবহারে আগুন ঝরিয়েছিলেন কিয়ারা৷ তবে বিতর্কও বারবার সঙ্গী হয়েছে তাঁর৷ তবে সে সবে কান না দিয়ে অভিনয়ে চরিত্রের খাতিরেই হোক বা ফটোশ্যুট, নিজেকে উজার করে দিয়েছেন কিয়ারা৷ 

কিয়ারা

নিজেকে নিয়ে কাটাছেঁড়া করতে কখনই পিছপা হন না কিয়ারা৷ রিল লাইফে সর্বদাই এক্সপেরিমেন্ট করতে প্রস্তুত নায়িকা৷ অভিনয়ের পাশাপাশি ডান্স মুভসেও ঝড় তুলেছেন এই লাস্যময়ী৷ আর তিনি ছবি পোস্ট করা মানেই তা ঝড়ের গতিতে ভাইরাল৷ তাঁর নেশায় বুঁদ ভক্তরা৷ আর এবার নীল জলে শরীর ডুবিয়ে মজলেন জলকেলিতে৷ ছবি পোস্ট হতেই ঝড় উঠল নেটপাড়ায়৷ নিমেষে উপচে পড়ল কমেন্ট বক্স৷ উঠলে লাইকের ঝড়৷ তাঁর শরীরি হিল্লোলে একেবারে কুপোকাত ভক্ত মহল৷ 

কিয়ারা

ইংরেজি বছর উদযাপনে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন বলিপাড়ার লাভবার্ডস কিয়ারা ও সিদ্ধার্থ। মলদ্বীপ থেকেই তিনি এই ছবি শেয়ার করেছেন বলে মনে করছেন ভক্তরা। তাঁদের নিয়ে যতই গুঞ্জন থাকুক না কেন, নিজেদের সম্পর্কে একেবারে স্পিকটি নট সিদ্ধার্থ-কিয়ারা।  তবে যে কোনও ভ্যাকেশন ট্রিপে একসঙ্গেই দেখা যায় এই লাভ বার্ডসকে৷ গত বথর থেকেই চর্চায় এই জুটি৷ আরমান জৈনের রিসেপশনে তাঁদের মাখোমাখো নাচের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছিল গুঞ্জন৷ এর পর থেকে সময় পেলেই একান্তে সময় কাটাতে উড়ে যান বলিউডের এই লাভবার্ডস।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 15 =