আগুনঝরা লাস্যে ডান্স ফ্লোরে ঝড় তুললেন ‘ময়ূরী’ নুসরত!

আগুনঝরা লাস্যে ডান্স ফ্লোরে ঝড় তুললেন ‘ময়ূরী’ নুসরত!

 কলকাতা:  বিতর্ক, সমালোচনা এখন অতীত৷ যশ ঘরণী নুসরত এখন ‘ময়ূরী’! শরীরে হিল্লোলে পেখম মেলে নাচলেন সাংসদ-অভিনেত্রী৷

আরও পড়ুন- কেমন আছে লতা? অনুরাগীরা একটু স্বস্তি পাবেন

ময়ূরের পালক দিয়ে তৈরি কাঁচুলি আর কাছা দেওয়া ছোট পোশাকে শরীরি বিভঙ্গ৷ কখনও আবার তাঁর শরীর জড়িয়ে রয়েছে রানি রঙের কাঁচুলি আর ঘাঘরা৷ খোলা চুলে আরও মোহময়ী ইশানের মা৷ উষ্ণতায় ছড়িয়ে মন ছুঁলেন দুই বাংলার দর্শকদের৷ তাঁর লাস্যে ঝরেছে আগুন৷ শুক্রবার নিজেই তাঁর ডান্স নম্বরের ঝলক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়৷ 

নুসরত

নতুন বছরে বাংলাদেশের টিএম প্রযোজনা সংস্থার আইটেম গান ‘নাচ ময়ূরী নাচ’-এর পরিচালনা করেছেন বাবা যাদব৷  এর আগে সানি লিওনকে নিয়ে এই সংস্থা তৈরি করেছিল এমনই একটি মিউজিক ভিডিয়ো ‘দুষ্টু পোলাপান’৷ এর পর মিমি আর নীরব হোসেনকে জুটি বানিয়ে দুই বাংলার মেলবন্ধন ঘটায় তারা৷ আর এবার নুসরত৷ 

মিমির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়ছিল চর্চা৷ আর মকরসংক্রান্তির শীতের দুপুরে একরাশ উষ্ষতা ছড়িয়ে দিয়েছেন নুসরত৷ এই  দুটি ভিডিয়োরই পরিচালনার দায়িত্বে রয়েছেন বাবা যাদব। তবে দুই নায়িকার তুলনায় যেতে নারাজ তিনি৷ তাঁর কথায়, ‘‘ আমি দু’জনের সঙ্গেই কাজ করেছি৷ দু’জনেই দুরন্ত। প্রযোজনা সংস্থা প্রথম থেকেই চেয়েছিলেন মিমিকে নিয়ে প্রেমের গান করতে। আর নুসরত হবেন ‘আইটেম গার্ল’। সেই ভাবনা মতোই কাজ৷ 

রাজস্থানে শ্যুট হয়েছিল মিমি-নীরবের প্রেমের গান৷ ৩ দিনে তা ১০ মিলিয়ন ভিউ হয়েছে৷ আর নুসরতের ভিডিয়ো পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই এক মিলিয়মের বেশি ভিউ৷ পরিচালকের কথায়, নুসরত আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী ও নমনীয়৷ সাত মাসের ছেলেকে কলকাতায় রেখে শ্যুটিংয়ে এসেছে৷ সারাক্ষণ ওর চিন্তা৷ সেই সঙ্গে বলেন, তবে খুব কম সময়ে মেদ ঝরিয়ে ছিপছিপে হয়ে গিয়েছে নুসরত৷ না দেখলে বিশ্বাস হবে না৷ 

এদিন ভিডিয়ো পোস্ট করে নুসরত লিখেছেন, শীঘ্রই আসছে নাচ ময়ূরী নাচ৷ ভিডিয়োতে অনেক কমেন্টও পড়েছে৷ তবে কোনও সমালোচনাই নুসরতকে রুখতে পারেনি৷ বরং নয়া অবতারে তাঁর ডান্স নম্বর হার্টবিট বাড়িয়েছে অনুরাগীদের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − one =