অন ক্যামেরা নগ্ন হলেও খুল্লামখুল্লাম উদ্দাম যৌনতায় ‘না’ কিয়ারার, প্রেমের ছ্যাঁকায় ভোলবদল?

অন ক্যামেরা নগ্ন হলেও খুল্লামখুল্লাম উদ্দাম যৌনতায় ‘না’ কিয়ারার, প্রেমের ছ্যাঁকায় ভোলবদল?

মুম্বই:  নিজের অভিনয় দক্ষতায় ক্রমেই বলিউডের জমি পাকা করে নিচ্ছেন কিয়ারা আডবানি৷ প্রথম সারির নায়িকাদের জোড় টক্কর দিচ্ছেন অভিনেত্রী৷ তাঁর স্টাইল স্টেটমেন্ট মন ছুঁয়েছে নেটিজেনদের৷ সম্প্রতি ডাব্বু রত্নানিক ফটোশ্যুটে ধরা দিয়েছিলেন নগ্ন কিয়ারা৷ এর পর ‘লাস্ট স্টোরিজ’-এ তাঁর উদ্দীপক দৃশ্য ঝড় তুলেছিল৷ ক্যামেরার সামনে বোল্ড কিয়ারা কিন্তু বাস্তবে একেবারেই পছন্দ করেন না খুল্লামখুল্লা সেক্স৷ কিন্তু কেন? প্রেমে বাধা পেয়েই কি এই পরিবর্তন? 

আরও পড়ুন- বিয়ের জল্পনায় জল ঢাললেন ঋতাভরী

kiara

নগ্নতায় স্বচ্ছন্দ কিয়ারা বারবার ঝড় তুলেছেন ফটো শ্যুটে৷ কখনও কচু পাতায় স্তন আড়াল করে, কখনও আবার বালির উপর শুয়ে হাত দিয়ে স্তন ঢেকে আগুন জ্বালিয়েছেন বলি ডিভি৷ টপলেস ফটোশ্যুটে তিনি সাবলীল৷ ডাব্বুর ক্যালেন্ডারে ফের একবার নগ্ন হয়েছেন তিনি৷  আর তাঁর শরীরী উত্তাপে পুড়ে ছাই নেট পাড়ার বাসিন্দারা৷ কচুপাতায় স্তুন আড়াল করে বেশ সমালোচিত হয়েছিলেন কিয়ারা৷ এর পর বিতর্কে জড়ান  ‘লাস্ট স্টোরিজ’-এ স্বমেহনের দৃশ্যে৷ কিন্তু চরিত্রের খাতিরে নিজেকে উজার করে দিয়েছিলেন তিনি৷ 

কিয়ারা

পর্দায় বোল্ড কিয়ারা কিন্তু বাস্তবে সম্পূর্ণটাই ভিন্ন৷ তিনি উদ্দাম যৌনতার পক্ষপাতি নন৷ বরং সঙ্গমের চেয়েও জীবনে অনেক কিছু মূল্যবান জিনিস আছে বলেই মনে করেন তিনি৷ কিছু দিন আগে টুঙ্কল খান্নার শোতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সেক্সের চেয়েও তিনটি গুরুত্বপূর্ণ জিনিস কী? এই প্রশ্নে কিয়ারার উত্তর শুনে অনেকেই হতবাক৷ বলিউড ডিভা বলেন, তাঁর প্রথম পছন্দ পিৎজা, দ্বিতীয় পছন্দ শপিং আর তৃতীয় পছন্দ ভালো সিনেমা দেখা৷ এমনকী তিনি চান শুয়োপোকা হতে৷ যাতে পাখা মেলে উড়ে যেতে পারেন৷  

আরও পড়ুুন- মেয়ে হলে মাথা নত করা শেখাবো না, জানালেন নুসরত

কিয়ারা

কিয়ারার জীবনে প্রথম প্রেম এসেছিল দশম শ্রেণিতে৷ কিন্তু মায়ের হাতে ধরা পড়ে সেই প্রেম টেকেনি৷ সে কথা নিজেই জানান কিয়ারা৷ এমনকী পড়াশোনার জন্য মায়ের কাছে বকাঝকাও খেতে হয়েছিল তাঁকে৷ ২০১৪ সালে প্রথম অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা দিলেও দীর্ঘ দিন তিনি ছিলেন অভিনয় থেকে দূরে৷ পরে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ফের এমএস ধোনি ছবি দিয়ে তাঁর কামব্যাক ঘটে৷ এখন তাঁর কেরিয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী৷ আগামী দিনে তিনি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন কিনা, তা নিয়েই এখন জোড় জল্পনা৷  
 

কিয়ারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − eight =