মেয়ে হলে মাথা নত করা শেখাবো না, জানালেন নুসরত

মেয়ে হলে মাথা নত করা শেখাবো না, জানালেন নুসরত

কলকাতা: অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নুসরতকে নিয়ে চলছে নানা কথা৷ সম্প্রতি নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে খোলামেলা আড্ডায় অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান জানান, মেয়ে হলে কারও কাছে মাথা নত না করতে শেখাবেন৷

সমাজে নারীদের অধিকার, বিষাক্ত দাম্পত্য, মাতৃত্ব নিয়ে পরিচালক সুদেষ্ণা রায় ও নুসরত জাহান একসঙ্গে লাইভ আড্ডায় বসেন নুসরত। সেখানেই বিভিন্ন বিষয়ে নিজের কথা মন খুলে বলেন নুসরত৷  সমাজের নীতিপুলিশদের বিরুদ্ধে এবার মুখ খুললেন নুসরত। নুসরতের মত, নিজে ঠিক থাকলে, সমাজের বিরোধিতা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অবিচল থাকা উচিত। তবে মেয়ে হয়ে জন্মানো মানেই মা হওয়া নয়, এটাই এই আড্ডায় বার বার বলেছেন নুসরত ও সুদেষ্ণা রায়। নুসরতের মতে, স্বামী অত্যচার করলে, তাঁর কথা ভেবে বা তাঁর পরিবারের ভাবমৃর্তির কথা ভেবে মুখ কুলুপ এঁটে সহ্য না করে, নারীদের সবার সামনে মুখ খুলতে হবে। সমাজের চোখরাঙানিতে ভয়ে চুপ করে থাকলে নিজেদেরই বিপদ ডেকে আনবেন মহিলারা।

মাতৃত্ব নিয়ে নুসরতের বক্তব্য, ‘মা হওয়া যে আশীর্বাদ, তা স্বীকার করতেই হবে৷ তবে তার আগে শরীর ও মনে প্রস্তুতি হওয়া প্রয়োজন। প্রেম করা অন্যায় নয়, আর প্রেম করলেই যে বিয়ে করতে হবে এমনও নয়। আগে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে।’ পুরুষতান্ত্রিক সমাজ প্রসঙ্গে নুসরতের সাফ কথা, ‘পুরুষরা মহিলাদের সম্মান করবে কি না সেই শিক্ষাটা দেয় তাঁর পরিবার৷ পুরুষদের সুশিক্ষা দিতে পারে একমাত্র তাঁদের পরিবারই৷ পাশাপাশি নুসরত জানান, মেয়েদের সমাজে কারও কাছে মাথা নত করা উচিত নয়। এই শিক্ষাই তাঁর মা তাঁকে দিয়েছেন বলেই জানান তিনি৷ এমনকি মেয়ে হলে তিনি তাঁকে কারও কাছে মাথা সেখানবেন না বলেও স্পষ্ট জানান নুসরত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =