‘মেরি ক্রিসমাস’! বড় দিনে নতুন খবর শোনালেন ক্যাটরিনা

‘মেরি ক্রিসমাস’! বড় দিনে নতুন খবর শোনালেন ক্যাটরিনা

মুম্বই:  এখনও গা থেকে বিয়ের গন্ধ যায়নি৷ মধুচন্দ্রিমা থেকে ফিরেই তিনি ফিরে গিয়েছেন ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর দুনিয়ায়৷ তিনি আর কেউ নন পঞ্জাবী বহু ক্যাটরিনা কাইফ৷  বিয়ের পর এটাই প্রথম বড় দিন তাঁর৷ আর বড় দিনেই তিনি দিলেন নতুন খবর৷ 

আরও পড়ুন- ‘দুগ্গা দুগ্গা’ বলে ১৫ বছরের ছোট রোহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা সুস্মিতার

আপতত ক্যাটরিনার হাতে রয়েছে বড় ছবি৷ সেই ছবির নামই জানিয়ে দিলেন ভিকি-ঘরণী৷ ছবির নাম ‘মেরি ক্রিসমাস’৷ বড় দিনের চেয়ে নতুন ছবির নাম ঘোষণার আর কি সেরা দিন হতে পারে?  শ্রীরাম রাঘবনের পরিচালনায় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন ক্যাটরিনা৷ নতুন ছবি নিয়ে অভিনেত্রীর অভিব্যক্তি, ‘নতুন শুরু। পরিচালক শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবির জন্য সেটে ফিরে এলাম।’

ক্যাটরিনা

রাঘবনের সঙ্গে কাজ করে বেজায় খুশি ক্যাটরিনা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘থ্রিলার ছবির ক্ষেত্রে রাঘবনের মতো দক্ষ আর কেউ নেই। এমন পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে আমি সম্মানিত৷ বিজয় সেতুপতির সঙ্গে কাজ করার জন্যেও আমি মুখিয়ে রয়েছি।’ 

প্রসঙ্গত, ক্যাটরিনাকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারের বিপরীতে ‘সূর্যবংশী’ ছবিতে। ওই ছবি বক্স অফিসে কোটি কোটি টাকার ব্যবসা করে৷ এর মধ্যে ভিকি কৌশলের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন ক্যাটরিনা৷ আপাতত ছুটি কাটিয়ে ফের কর্ম ব্যস্ত জগতে ফিরলেন ক্যাটরিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =