মুম্বই: অভিনেত্রী কঙ্গনা রানাউতের বান্দ্রার অফিসে অবৈধ নির্মাণের অভিযোগে বুধবার বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন তা আংশিকভাবে ধ্বংস করেছিল। ঘটনার পর একাধিক টুইট করে নিজের ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। এমনকী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকেও একহাত নেন তিনি। এরপরই অভিনেত্রী ক্ষতিপূরণ দাব করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রাজধানীতে কঙ্গনার সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরই এ কথা জানান মন্ত্রী। বিজেপির মিত্র দলের রাজনীতিবিদ জানিয়ছেন তাঁর দল অভিনেত্রীকে সমর্থনের আশ্বাস দিয়েছেন।
বৈঠক শেষে আটওয়ালে সাংবাদিকদের বলেন, “অভিনেতা কঙ্গনা রানাউতের সঙ্গে এক ঘণ্টার মতো কথা হল। আমি তাঁকে বলেছি মুম্বইয়ের তাঁর ভয়ের কিছু নেই। মুম্বই দেশের অর্থনৈতিক রাজধানী এবং এখানেই বেঁচে থাকার প্রত্যেকেরই অধিকার রয়েছে। আমার পার্টি (RPI) আপনার সঙ্গে রয়েছে। তিনি আমাকে বলেছেন যে তিনি ঘটনায় যথেষ্ট অপমানিত বোধ করছেন। তাঁর অফিসটি জানুয়ারিতে নির্মিত হয়েছিল। এখন তার ক্ষতি করা হল। কঙ্গনা এও বলেছিলেন যে তিনি বিল্ডারের তৈরি করা আরও প্রায় ২-৩ ইঞ্চির ব্যাপারে জানেন না। BMC-র সেই অংশটি ভেঙে ফেলা উচিত ছিল। তবে এটি অভ্যন্তরের দেয়াল এবং আসবাবের ক্ষতি করেছে। তিনি এর বিরুদ্ধে আদালতে গিয়েছেন এবং ক্ষতিপূরণ চান। আমি তাঁকে বলেছি যে BMC তাঁর প্রতি মারাত্মক অবিচার করেছে এবং প্রতিশোধ নিয়েছে।”
আরও পড়ুন: রিয়ার পাশে বুদ্ধিজীবীরা, অভিনেত্রীর জন্য ন্যায়বিচারের পাশাপাশি মিডিয়ার আচরণ নিয়েও উঠছে প্রশ্ন
বুধবার একটি বুলডোজার এবং খননকারীদের দিয়ে BMC-র একটি টিম কঙ্গনার অফিসে ভাঙচুর শুরু করে। কঙ্গন নিজের অফিসে অবৈধ নির্মাণ করেছিলেন বলো অভিযোগ তোলে BMC। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি “২৪ ঘণ্টারর মধ্যে” নথি তৈরি করতে ব্যর্থ হয়েছিলেন। এরপর বম্বে হাইকোর্ট, বুধবার অভিনেত্রীর আবেদনের পরে, তাঁর অফিস ভেঙে দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু ততক্ষণে সম্পত্তির যথেষ্ট ক্ষতি হয়েছিল। আদালত বৃহস্পতিবার মামলার শুনানি ২২ সেপ্টেম্বর স্থগিত করেছে। BMC-র এই পদক্ষেপটি ক্ষমতাসীন শিবসেনা নেতৃবৃন্দ এবং অভিনেতার মধ্যে তীব্র মতবিরোধের মধ্যে শুরু হয়। বুধবার তাঁর অফিস ভাঙা নিয়ে টুইটারে আক্রমণ করার পর বৃহস্পতিবার ফের শিবসেনার দিকে আক্রমণের তির ছুঁড়ে দেন কঙ্গনা। শিবসেনার বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি। এদিন শিবসেনাকে সোনিয়া সেনা বলে বলে কটাক্ষ করলেন অভিনেত্রী। এ নিয়ে একটি টুইট করেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, “যে বিচারধারা নিয়ে বালসাহেব ঠাকরে শিবসেনা তৈরি করেছিলেন, সত্তার জন্য ওই বিচারধারাকে বিক্রি করে শিবসেনা সোনিয়া সেনা তৈরি হয়েছে। যে গুন্ডারা আমার পিছনে আমার বাড়ি ভেঙেছে, তাদের সিভিক বলবেন না। সংবিধানের এত বড় অপমান করবেন না।”