মুম্বই: শিবসেনা সরকার বনাম কঙ্গনা রানাউতের লড়াই ক্রমশ বড় আকার নিচ্ছে। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর সঙ্গে তুলনা করার পর থেকেই কঙ্গনার ওপর চটেছে মহারাষ্ট্রের শাসক দল। তারপরেই কঙ্গনার অফিস ভাঙার তোড়জোড় শুরু হয়। যদিও হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিত রাখা হয়েছে কাজ। কিন্তু কঙ্গনা রানাউতের বাক্যবাণ এখনও থামেনি। শিবসেনার বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ উগরে দিচ্ছিন তিনি। এবার শিবসেনাকে সোনিয়া সেনা বলে বলে কটাক্ষ করলেন অভিনেত্রী।
সম্প্রতি এনিয়ে টুইট করেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, “যে বিচারধারা নিয়ে বালসাহেব ঠাকরে শিবসেনা তৈরি করেছিলেন, সত্তার জন্য ওই বিচারধারাকে বিক্রি করে শিবসেনা সোনিয়া সেনা তৈরি হয়েছে। যে গুন্ডারা আমার পিছনে আমার বাড়ি ভেঙেছে, তাদের সিভিক বলবেন না। সংবিধানের এত বড় অপমান করবেন না।”
जिस विचारधारा पे श्री बाला साहेब ठाकरे ने शिव सेना का निर्माण किया था आज वो सत्ता केलिए उसी विचारधारा को बेच कर शिव सेना से सोनिया सेना बन चुके हैं, जीन गुंडों ने मेरे पीछे से मेरा घर तोड़ा उनको सिविक बॉडी मत बोलो, संविधान का इतना बड़ा अपमान मत करो 🙏 https://t.co/ZOnGqLMVXC
— Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020
null
প্রসঙ্গত, শিবসেনার বিরুদ্ধে কঙ্গনার মন্তব্যের পরে তাঁর উপর ঝুলছে খাঁড়া। বুধবার সকালে অভিনেত্রীর মুম্বই অফিস ভাঙার কথা ঘোষণা করে বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। জানানো হয় কঙ্গনার অফিসে একাধিক এমন নির্মাণ রয়েছে যা বেআইনি। এরপরই শুরু হয়ে যায় অফিস ভাঙার কাজ। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিএমসির একজন প্রবীণ কর্মকর্তা বলেছিলেন, “আমরা তাঁকে নোটিসের জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছি। কিন্তু তিনি কোনও উত্তর দেননি।” এই কর্মকর্তা বলেন, কঙ্গনা রানাউতের অফিসের অভ্যন্তরে বেশ কয়েকটি অবৈধ ও অননুমোদিত নির্মাণ কাজ রয়েছে এবং সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হবে। BMC-র তরফে জানানো হয়, বেশ কয়েকটি অবৈধ নির্মাণ করেছেন কঙ্গনা। এই ঘোষণার পরই কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু হয়।
আরও পড়ুন: এক সময় আহার জুটত রুটি-আচার, সেই কঙ্গনা এখন ২টি বাংলোর মালকিন
এদিকে বুধবার বেলা ২টো ৫৬ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন কঙ্গনা রানাউত। বিমানবন্দরে ছিল কঠোর নিরাপত্তা। তার মধ্যে উঠে নিজের মুম্বাইয়ে বাসভবনের দিকে রওনা দেন কঙ্গনা। এ দিন সকালেই তার মণিকর্ণিকা প্রোডাকশনের অফিস ভাঙচুর করার খবর প্রকাশে আসতেই কঙ্গনা জানান যে সত্যিকারের পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিণত হয়েছে মুম্বাই। তিনি মুম্বই আসার আগেই তার অফিস ভাঙ্গা তোড়জোড় শুরু হয়। এরপর এই ঘটনাটা নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা। হাইকোর্টের তরফে বৃহস্পতিবার বেলা ৩টে পর্যন্ত কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয় BMCকে। বম্বে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন অভিনেত্রী। মামলার বিচারপতি এস কাথাওয়ালার বেঞ্চে এই পিটিশনের শুনানি হবে বৃহস্পতিবার। কঙ্গনার আইনজীবী জানিয়েছেন, BMC যা ভাবছে, তেমন কোনও ভুল কাজ কঙ্গনা তাঁর অফিসে করেননি। তাই তাদের স্টপ ওয়ার্ক নোটিশের কোনও আইনি ভিত্তি নেই। শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে কঙ্গনাকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।