Aajbikel

'শিক্ষিত মহিলাদের মধ্যে দ্বিচারিতা আছে', নাতনির পডকাস্টে বিস্ফোরক জয়া

 | 
জয়া বচ্চন

নয়াদিল্লি: ফের বিস্ফোরক জয়া বচ্চন৷ মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্যে শোরগোল ফেললেন অভিনেত্রী সাংসদ৷ তাঁর কথায়, “শিক্ষিত মহিলাদের মধ্যে দ্বিচারিতা লক্ষ্য করা যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক। মহিলারা নিজেরাই নিজেদের শত্রু। আমি এই কথাটা আগেও বলতে চেয়েছি। কিন্তু এই কথাটা বলে আমি কখনই আনন্দ পাইনি।” 

আরও পড়ুন- ডিসেম্বরেই মোদী-মমতা বৈঠক? কী নিয়ে আলোচনার সম্ভাবনা


সম্প্রতি মেয়ে স্বেতা বচ্চন ও নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে একটি পডকাস্টের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিতাভ ঘরণী। ওই অনুষ্ঠানে পুরুষদের সম্পর্কে তাঁকে একটি প্রশ্ন করতে যাচ্ছিলেন নব্যা। তাঁকে মাঝ পথে থামিয়েই মেয়েদের নিয়ে এই মন্তব্য করেন বাঙালি অভিনেত্রী। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার তাঁর নানা মন্তব্যে বিস্তর বিতর্ক হয়েছে৷  এবার নাতনির পডকাস্টে এসেও বোমা ফাটালেন জয়া৷  

 
এর আগে পডকাস্টের একটি এপিসোডে স্বেতা বলেছিলেন, “একজন মহিলার অপর মহিলাকে অবশ্যই সাহায্য করা উচিত। তাঁর প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত।” সঙ্গে সঙ্গে জয়া বলে ওঠেন, “আমি তো নাতনির সঙ্গে সবসময়ই ভালো আচরণ করি। আমি মহিলাদের সাহায্য করি এবং তাঁদেরও অন্যদের সাহায্য করার পরামর্শ দিই। মা-মেয়ের বিষয়টা সবসময়ই আলাদা। সেটা নিয়ে মন্তব্য করার প্রয়োজন পড়ে না।” অন্যদিকে বিশিষ্ট লেখক মাডেলেইন কে অ্যালব্রাইটের একটি উক্তি তুলে ধরে স্বেতা বলেন, “যে মহিলারা অন্যদের সাহায্য করেন না, তাঁদের জন্য নরকে বিশেষ জায়গা রয়েছে। চ্যারেটি শুরু করার সবচেয়ে ভালো জায়গা তো বাড়ি৷” পডকাস্টে মেয়ের এই বক্তব্যে বিরক্ত জয়া তাঁকে ‘চুপ’ করতে বলেন। 
অন্যদিকে, মা ও দিদা দু’জনেরই অস্বস্তি বাড়িয়ে নব্যা বলেছিলেন, মা ও দিদার মধ্যে আসলে কোনও পার্থক্যই নেই৷  পাল্টা মেয়েকে ধমক দিয়েছিলেন স্বেতা৷


 

Around The Web

Trending News

You May like