২৬/১১ হামলাকারীরা অবাধে ঘুরে বেড়ায়, পাকিস্তানে বসেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ জাভেদের

২৬/১১ হামলাকারীরা অবাধে ঘুরে বেড়ায়, পাকিস্তানে বসেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ জাভেদের

লাহোর: পাকিস্তানের লাহোরে একটি সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন বিখ্যাত কবি-গীতিকার জাভেদ আখতার। আর পাকিস্তানে উপস্থিত থেকেই জঙ্গি ইস্যুতে তাদের  একহাত নিয়েছেন তিনি। ২৬/১১ তারিখটা যে ভারতবাসী ভোলেনি, তা আরও একবার পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছেন জাভেদ আখতার। সাহিত্য উৎসবের ওই অনুষ্ঠানে একটি প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখার সময়ে পাকিস্তানকে খোঁচা দেন তিনি।

আরও পড়ুন- পর্ষদ নিজেকে হাইকোর্ট মনে করছে? সভাপতির হাজিরার নির্দেশ প্রত্যাহার করেও ‘ধমক’

হামলাকারীরা আপনাদের দেশেই ঘুরে বেড়ায়! লাহোরের ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই মন্তব্য করেছে কবি-গীতিকার জাভেদ। ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বলেন, ২৬/১১ মুম্বই হামলার ব্যাপারে সকলেই জানেন। হামলার পরিকল্পনাকারীরা কেউই নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি। তারা এই দেশে অবাধে ঘুরে বেড়ায়। এক কথায় বলা চলে, পাকিস্তানে বসে শুধু কথা দিয়েই জাভেদ কার্যত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করে দিয়েছেন। অবশ্য তিনি এখানেই থামেননি। ভারতের এই বিখ্যাত শিল্পী আরও বলেন, ভারত পাকিস্তানি শিল্পী নুসরত ও অন্যান্যদের অনুষ্ঠানের আয়োজন করেছে অনেকবার। কিন্তু পাকিস্তান কোনও দিন লতা মঙ্গেশকরের অনুষ্ঠান আয়োজন করেনি।