Aajbikel

ধামাকা! করণের হাত ধরে এক ছবিতে এক ফ্রেমে তিন নায়িকা সারা-জাহ্নবী-অনন্যা

 | 
সারা অনন্যা জাহ্নবী

মুম্বই:  করণ জোহরের ছবি মানেই নতুন চমক৷ নতুন কিছু পাওয়ার আশায় দর্শকরা৷ ছবির গল্পের সঙ্গে বিশেষ প্রাপ্তি ঝাঁ-চকচকে সেট, সুন্দর লোকেশন৷ আর তাঁর সঙ্গে তারকার মেলা। এমনই এক ছবি নিয়ে ফের আসছেন পরিচালক-প্রযোজক৷ মুক্তির অপেক্ষায় করণ জোহর প্রযোজিত ছবি ‘যুগ যুগ জিয়ো’। তার পরেই মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। সেই ছবির হাত ধরেই  দীর্ঘ দিন পর ফের পরিচালক করণকে ফিরে পাবেন দর্শকরা। সেই সঙ্গে এই ছবিতে প্রাপ্তি বলিউডের হার্টথ্রব জুটি রণবীর সিং এবং আলিয়া ভাট৷ চমক অবশ্য আরও আছে। থুরি৷ শুধু চমক নয়৷ বলা যায় ধমাকা!

আরও পড়ুন- প্রোযজক রানা সরকারের একের পর এক ছবিতে গান গাইবেন ‘ব্যান’ রূপঙ্কর!


শোনা যাচ্ছে,  রণবীর-আলিয়া তো বটেই  এই ছবিতে একসঙ্গে রুপোলি পর্দায় হাজির হবেন তিন নায়িকা। সারা আলি খান, জাহ্নবী কাপুর এবং অনন্যা পাণ্ডে। এই ছবির একটি গানে এক সঙ্গে কোমর দোলাবেন তিন লাস্যময়ী নায়িকা৷ ওই গানে রণবীর ও আলিয়াকেও দেখা যাবে কি না, তা অবশ্য এখনও জানা যায়নি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিতে বিশেষ কিছু দৃশ্যেও দেখা যেতে পারে সারা, জাহ্নবী এবং অনন্যার ঝলক৷


এর আগে করণের বিভিন্ন ছবিতে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়েছেন রানি মুখোপাধ্যায়, কাজলরা। তবে নতুন প্রজন্মের তিন নায়িকাকে এভাবে এক ফ্রেমে নিয়ে আসা এই প্রথম। এ বিষয়ে যদিও করণ বা তাঁর প্রযোজনা সংস্থার তরফে এখনও সিলমোহর মেলেনি। জানা গিয়েছে, সব ঠিক থাকলে ২০২৩-সালের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। 

Around The Web

Trending News

You May like