মুম্বই: পোশাক নিয়ে নানা সময় কটাক্ষের শিকার হতে হয় তারকাদের৷ এটা আকছাড়৷ হালেই সাজের কারণে বাঁকা কথা শুনতে হয়েছিল কাজল, অনন্যা পাণ্ডেদের৷ এবার সেই তালিকায় জুড়ল শ্রীদেবী কন্যা জাহ্নবীর নাম৷ যদিও প্রচণ্ড সাহসী পোশাক পরেননি তিনি৷ তাও কেন কটাক্ষ শুনতে হল তাঁকে?
আরও পড়ুন- হরিদ্বারে এসে রুদ্রাভিষেক করেছিলেন উইল, করণ-রণবীরদের থেকে নেন অভিনয়ের পাঠ
নেটিজেনদের একাংশের দাবি, শ্রী-কন্যা নাকি হলিউড নায়িকার হুবহু অনুকরণ করেছেন৷ সম্প্রতি জাহ্নবী হাজির হয়েছিলেন বলিউডের একটি পুরস্কারপ্রদান অনুষ্ঠানে৷ সেই অনুষ্ঠানেই সাজ নিয়ে চরম ট্রোলড হতে হয় তাঁকে৷ ওই দিন কারেন্ট মভ রঙা হাতাকাটা সিক্যুইনের গাউনে সেজেছিলেন নায়িকা। যেখানে পোশাকের চেয়েও নজর কেড়েছিল তাঁর বক্ষবিভাজিকা৷ গায়ে অলঙ্কারের লেশ মাত্র নেই৷ চুলে বাঁধা পনি। ন্যুড রূপটানে লাস্যময়ী শ্রীদেবী-কন্যা৷ কিন্তু নিন্দুকদের দাবি, হুবহু একই সাজেই নাকি লাল কার্পেটে দেখা গিয়েছিল হলিউড তারকা কিম কার্দাশিয়াকে৷ জাহ্নবীকে ‘নকলনবিশী’ আখ্যা দিয়েছেন সমালোচকদের আরও দাবি, নায়িকা নাকি শরীরের আকর্ষণ বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন।
প্রবল ট্রোলডের মুখেও অবশ্য মুখে কুলুপ জাহ্নবীর৷ আপাতত তিনি মনে দিতে চান ছবির কাজে৷ হাতে একগুচ্ছ কাজ৷ আনন্দ এল রাইয়ের ‘গুড লাক জেরি’, ‘দোস্তানা ২’, করণ জোহরের পিরিয়ড ড্রামা ‘তখত’। আসন্ন ছবি ‘মিলি’র শ্যুটিংও নাকি শেষ করে ফেলেছেন অভিনেত্রী৷ এই ছবিতে বাবা বনি কাপুরকে প্রযোজনায় সাহায্যও করছেন৷ পাশাপাশি রাজকুমার রাওয়ের বিপরীতে ধর্মা প্রযোজনার পরবর্তী ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-তেও দেখা যাবে জাহ্নবীকে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>