সোশ্যাল মিডিয়ায় ফাঁস জাহ্নবীর পোশাক বদলানোর ছবি!

সোশ্যাল মিডিয়ায় ফাঁস জাহ্নবীর পোশাক বদলানোর ছবি!

নয়াদিল্লি:  গাড়িতেই কসরত! ভাবছেন তো, সে আবার কী? আসলে ব্যস্ততার ফাঁকে সময় বাঁচাতে গাড়ির মধ্যেই পোশাক বদলে ফেললেন জাহ্নবী কাপুর। আর সেই পোশাক বদলাতে গিয়েই কসরত করতে হল তাঁকে। সেই ছবি পোস্ট করতেই ভাইরাল৷ 

আরও পড়ুন- “পাকিস্তানেও হবে বিজেপি সরকার”! ফের বেফাঁস কঙ্গনা

আসলে বেশ কিছু দিন ধরেই বেজায় ব্যস্ত শ্রীদেবী কন্যা। আজ দেশের বিভিন্ন সিমেনা হলে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত কমেডি হরার রুজি। এই ছবির প্রচারের কাছে দিন রাত এক করে খেঁটেছেন তিনি। ছুটে বেরিয়েছেন একপ্রান্ত থেকে অন্য প্রান্ত। সম্প্রতি তাঁর ভক্তদের জানিয়েছিলেন কতটা ব্যস্ত তিনি। দম নেওয়ার ফুরসত টুকুও নেই তাঁর। বলে রাখা ভালো জাহ্নবী কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ তৎপর। ইনস্টাগ্রামে ৯.৯ মিলিয়ন ভিউয়ার রয়েছে তাঁর৷ অসাধারণ অভিনয়, নাচ আর নজর কাড়া ফ্যাশনে অগণিত মানুষের মন কেড়েছে ২৪ বছরের এই অভিনেত্রী৷ মাঝে মধ্যেই নাচের ভঙ্গীতে ছবি পোস্ট করেন তিনি৷ সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেন৷ যেখানে দেখা যায় গাড়ির মধ্যেই পোশাক বদলাচ্ছেন৷ সেই সঙ্গে আরও কিছু ছবি পোস্ট করেছেন জাহ্নবী৷ 

প্রসঙ্গত, রুহি ছবিতে জাহ্নবীকে একাধিক লুকস-এ দেখা গিয়েছে৷ এই ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করছেন, সেই চরিত্রটির উপর একটি আত্মা ভর করবে৷ ফলে সেই মতো বদলানো হয়েছে তাঁর লুকসও৷ ছবিতে তাঁর কাজে বেশ খুশি পরিচালক হার্দিক মেহতা৷ জাহ্নবীর ভৌতিক লুকস ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ভিএফএক্স আর প্রসথেটিক মেকআপ৷ সবার উপর তাক লাগিয়েছে জাহ্নবীর অভিনয়৷ 

আরও পড়ুন- অরিজিতের ‘প্রথম পক্ষের বউ’ রূপরেখা? গুঞ্জনে সাফ নাকচ গায়কার

২০১৮ সালে ‘ধারকান’ ছবি দিয়ে অভিনয় জীবনে পা রেখেছিলেন জাহ্নবী৷ তাঁর বিপরীতে ছিলেন ইশান খাট্টার৷ তাঁর শেষ ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দা কারগিল গার্ল’৷ গত বছর নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পেয়েছিল৷ এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘গুড লাক জার্নি’ এবং ‘দোস্তানা ২’ ছবিতে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + fourteen =