অন্তর্বাসের আড়ালে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, নেট পাড়ায় আগুন ধরালেন জাহ্নবী

অন্তর্বাসের আড়ালে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, নেট পাড়ায় আগুন ধরালেন জাহ্নবী

মুম্বই:  হট, সেনশনে জাহ্নবীর সঙ্গে ওতপ্রোত ভাবে যেন জড়িয়ে রয়েছে পোশাক বিতর্ক৷ এর আগেও একাধিকবার পোশাক বিভ্রাটে পরেছেন শ্রীদেবী-কন্যা৷ কখনও টাইট অন্তর্বাস পরা নিয়ে শুনতে হয়েছে কটাক্ষ৷ কখনও বিতর্ক হয়েছে রেড কার্পেটে, কখনও বা পার্টিতে৷ তবে তাঁর হট লুক বরাবরই নিন্দুকদের ১০ গোল দিয়েছে৷ আরও একবার স্পোর্ট ব্রায়ের ফাঁকে বক্ষ বিভাজিকায় ঝড় তুললেন তিনি৷ উঠে এলেন সংবাদ শিরোনামে৷ 

আরও পড়ুন- ২ নায়িকার সঙ্গে প্রেম, সায়রার সঙ্গে বিচ্ছেদ, বলিউড মাতানো দিলীপ কুমারের বর্ণময় জীবন

কোন পোশাকে তারকাদের ফ্রেমবন্দি করা যায় তা নিয়ে পাপারাৎজিদের উৎসাহের অন্ত নেই৷ এক পোশাক দু’বার পরলেই উঠবে সমালোচনার ঝড়৷ বেশি খোলা পোশাকে আবার ঘনাবে বিতর্ক৷ সম্প্রতি খোলা বক্ষের পোশাক পরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জাহ্নবী৷ ভাইরাল তাঁর হট লুক৷ তবে এমনটা প্রথম নয়৷ মাঝে মধ্যেই হট ছবি শেয়ার করে তাক লাগান বলিউডের হট কুইন৷ এর আগে খোলামেলা পোশাক পরে সমালোচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, কিয়ারা আডবানী, মালাইকা আরোরা প্রমুখ অভিনেত্রীও৷  

যে লুকে বলিউডে তাঁর আগমন হয়েছিল জাহ্নবীর, ধীরে ধীরে তা যেন উধাও হয়ে যাচ্ছে৷ ক্রমেই হট লুকে সেক্সি হয়ে উঠছেন তিনি৷ একেবারে পারফেক্ট ফিগার৷ বিকিনি শুটেও তিনি ঝড় তুলেছেন৷ সেই সঙ্গে রয়েছে তাঁর বেলি ডান্সের যাদু৷ সম্প্রতি মালদ্বীপে গিয়েও হট ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী৷ তাঁর হট লুক দেখে ঘাম ঝরেছে নেটিজেনদের৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =