হাতে ঢাকা স্তন,খোলা পিঠে উন্মুক্ত নিতম্বের খাঁজ, নেটপাড়ায় ঝড় তুললেন জ্যাকলিন

হাতে ঢাকা স্তন,খোলা পিঠে উন্মুক্ত নিতম্বের খাঁজ, নেটপাড়ায় ঝড় তুললেন জ্যাকলিন

মুম্বই: বি-টাউনের অন্যতম সেনশেসন জ্যাকলিন ফার্নান্ডেজ৷ হামেশাই পেজ থ্রি-র শিরোনাম জুড়ে থাকেন তিনি৷ হট ফটো শ্যুট হোক বা যোগা ভিডিয়ো, কী ভাবে ফোকাস কেড়ে নিতে হয় তা ভালোই জানেন অভিনেত্রী৷ এবার এক টুকরো কাপড়ে স্তন ঢেকে নেটদুনিয়ায় ঝড় তুললেন তিনি৷ সঙ্গে খোলা পিঠের নীচে উন্মুক্ত নিতম্বের ভাঁজ৷ লাল তোয়ালের আড়ালে লাস্যময়ী হয়ে উঠলেন শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন৷  

আরও পড়ুন- আরও ৪ দিন বাড়ল রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ, হাইকোর্টের দ্বারস্থ শিল্পার স্বামী

জ্যাকলিন

 

আরও একবার বোল্ড অবতারে ধরা দিলেন অভিনেত্রী৷ তাঁর অর্ধনগ্ন ছবিতে ভাইরাল নেটপাড়া৷ তবে শুধু হট ফটোশ্যুট নয়, পাশাপাশি বিশেষ বার্তাও দিলেন জ্যাকলিন৷ ছবির সঙ্গে তিনি ক্যাপসনে লিখলেন, ‘সুন্দর বিষয়টা নিয়ে সমাজে অনেক রকম ধারণা রয়েছে৷ প্রত্যেকটা মানুষই সুন্দর৷ শুধু মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন হওয়া দরকার৷’ 

 

জ্যাকলিন

বলিউডে ভাইজান সলমান খানের ঘনিষ্ঠ বলেই পরিচিত জ্যাকলিন ফার্নান্ডেজ৷ তাঁর শরীরি উষ্ণতার কাবু আপামর ভক্ত৷ তিনি সর্বদাই লাইমলাইটে থাকেন৷ তাঁর ভক্ত সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে৷ ফলোয়ার্সের তালিকায় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরও রাতিমতো টেক্কা দেন শ্রীলঙ্কান সুন্দরী৷ নিজের ব্যাকলেস ছবি শেয়ার করে আরও একবার অন্তর্জালে আগুন জ্বালালেন তিনি৷ যেখানে দেখা যাচ্ছে লাল তোয়ালে দিয়ে ঢাকা স্তন৷ উন্মুক্ত পিঠ৷ বেরিয়ে এসেছে নিতম্বের খাঁজ৷ এই ছবি দেখে ঘাম ঝরেছে পুরুষদের৷   

জ্যাকলিন

ব্যাকলেস জ্যাকলিনের এই ছবিতে লাইক মিলিয়ম ছুঁয়েছে৷ কেউ তাঁকে বলেছেন হট৷ কেউ আবার চার্মিং৷ কারও কাছে আবার তিনি কুইন৷ জ্যাকলিনের হাতে এখন গুচ্ছ ছবির কাজ৷ রোহিত শেট্টির ‘সার্কাস’-এ ছাড়াও ‘ভূত পুলিশ’, ‘কিক ২’, ‘রাম সেতু’, ‘অ্যাটাক’, ‘বচ্চন পান্ডে’-র মতো ছবিতে দেখা যাবে জ্যাকলিনকে।  

জ্যাকলিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =