Aajbikel

অস্কারে চমক! মনোনীত বাঙালি পরিচালকের তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’

 | 
অস্কার

কলকাতা:  অস্কারে আশা জাগিয়েছিল ‘জয় ভীম’৷ কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পাঁচে জায়গা পেল না এটি৷ ‘জয় ভীম’ অস্কারে মনোনয়ন না পেলেও, শূন্যহাতে ফিরতে হয়নি ভারতের সিনেপ্রেমীদের৷ অস্কার মনোনয়নে জায়গা করে নিয়েছে অপর একটি ছবি৷ ডকুমেন্টারি ফিচার বিভাগে শেষ পাঁচে জায়গা করে নিয়েছে ‘রাইটিং উইথ ফায়ার’। দুই পরিচালক মিলে এই ছবিটি বানিয়েছেন৷ এবং উল্লেখযোগ্য বিষয় হল, তাঁদের মধ্যে একজন আবার বাঙালি। 

আরও পড়ুন- রোমান্টিক মুডে হানিমুনে মৌনি, নেটপাড়ায় ভাইরাল সূরজের সঙ্গে অন্তরঙ্গ ছবি


মঙ্গলবার রাতেই প্রকাশিত হয়েছে ৯৪ তম অস্কার মনোনয়নের তালিকা৷ আর তাতেই জায়গা করে নিয়েছে দিল্লির পরিচালক রিন্টু এবং বাঙালার সুস্মিত ঘোষের ‘রাইটিং উইথ ফায়ার’৷ এই ছবিটি তৈরি হয়েছে একজন দলিত মহিলা সাংবাদিককে নিয়ে৷ কী ভাবে এক দলিত মহিলা গ্রামের একটি সংবাদপত্রকে এগিয়ে নিয়ে চলেছেন, সেই গল্পই তুলে ধরা হয়েছে ‘রাইটিং উইথ ফায়ার’ ছবিতে৷ রিন্টু এবং সুস্মিতের এটাই প্রথম পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্র। 


আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে আগেই সাফল্যের মুখ দেখেছে এই তথ্যচিত্রটি। ইতিমধ্যেই  ২০টি আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে দুই পরিচালকের ‘রাইটিং উইথ ফায়ার’। তবে অস্কার মনোনয়নে ভারতীয় দর্শকরা অনেক বেশি আশা করেছিল ‘জয় ভীম’কে নিয়ে৷ তাঁদের সেই প্রত্যাশা অবশ্য পূরণ হয়নি। বাঙালি পরিচালকের ‘রাইটিং উইথ ফায়ার’ অস্কারের মঞ্চে নিজের জায়গা করে নেয় কিনা, সেটাই দেখার অপেক্ষা। 

Around The Web

Trending News

You May like