Aajbikel

‘দেবী দুর্গাকে অন্তত ছেড়ে দিন’! রক স্টাইলে ‘অয়িগিরি নন্দিনী’ গেয়ে কটাক্ষের মুখে ইমন

 | 
emon

কলকাতা: দুর্গা পুজো মানে শুধুই বাঙালির শ্রেষ্ঠ উৎসব নয়, একটা আবেগ৷ এই আবেগের স্রোতে গা ভাসায় আপামর বঙ্গবাসী৷ পুজোর চারটে দিন খাওয়া-দাওয়া, হইহুল্লোড় আর জমাটি আড্ডা৷ অষ্টমীর সকালে শাড়ি আর পাঞ্জাবীতে অঞ্জলী মাস্ট৷ সঙ্গে থাকে ভোগ খাওয়া৷ সন্ধ্যে হলেই পুজো পরিক্রমা আর সাংস্কৃতিক অনুষ্ঠান৷ তবে মা দুর্গা দেবীর চেয়ে যেন অনেক বেশি বাঙালির ঘরের মেয়ে৷ তাঁকে জড়িয়ে থাকে অনেক আবেগ৷ মায়ের বিসর্জনে তাই ভারাক্রান্ত হয়ে ওঠে মন৷ আর এমন আবেগে ইমনের রক স্টাইলে দুর্গা স্তোত্র পাঠ শুনে বিরক্ত অনেকেই৷ বাঙালির ইমোশনে আঘাত বলেও সোচ্চার হয়েছেন নেটিজেনরা৷ 

আরও পড়ুন- সংসার ভাঙছে? টুইট ঘিরে জল্পনায় জল ঢাললেন ‘দীপবীর’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ যেখানে ইমন চক্রবর্তীকে রক স্টাইলে ‘অয়িগিরি নন্দিনী’ গাইতে শোনা গিয়েছে৷ টলিউডের জনপ্রিয় গায়িকা ইমনের এই স্টাইল অনেকেরই বেশ মনে ধরেছে৷ তবে অধিকাংশেরই তা না-পসন্দ৷ দুর্গা স্তোত্রকে এভাবে রক স্টাইলে পরিবেশন করা নিয়ে তাঁদের ক্ষোভ রয়েছে।


একজন নেটাগরিক লিখলেন, ‘গান আপনি ভালোই করেন। তাই বলে দুর্গাস্তব রক স্টাইলে???’ অপর একজন আবার লিখলেন, ‘আপনি দেবী দুর্গাকে অন্তত ছেড়ে দিন! এই গানের সঙ্গে জড়িয়ে থাকা ভক্তিকে অটুট থাকতে দিন।’ জনৈক এক ইউজারের কথায়, ‘সংস্কৃত উচ্চারণের পিণ্ডি চটকে দিয়েছে। তারপর এই সুর…’। কেউ কেউ আবার বলছেন, ‘সব গান কী রক স্টাইল এ গাইলে চলে? অন্তত এই গানটা তো কোনভাবেই না, গানটির মান নষ্ট করবেন না দয়া করে।’

২০১৬ সালে 'প্রাক্তন'- ছবিতে  'তুমি যাকে ভালোবাসো' গানের হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছন ইমন। এই গানের সুবাদেই জাতীয় সম্মানও পান শিল্পী। এর পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট গানে সমৃদ্ধ হয়েছে তাঁর ঝুলি৷ আপাতত জি বাংলার 'সা রে গা মা পা'-এর অংশ গায়িকা৷ 

Around The Web

Trending News

You May like