Aajbikel

সংসার ভাঙছে? টুইট ঘিরে জল্পনায় জল ঢাললেন ‘দীপবীর’

 | 
রণবীর দীপিকা

মুম্বই: একটা টুইট। আর তাতেই তোলপাড়া বি-টাউন। রণবীর সিং ও দীপিকা পাডুকোনেরর সম্পর্কে নাকি তিক্ততা দেখা দিয়েছে৷ খুব শীঘ্র সংসার ভাঙতে চলেছে ‘দীপবীর’-এর৷ পারিবারিক সমস্যার কারণেই নাকি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন নায়িকা৷ বলিপাড়ায় শুরু হয় জোর গুঞ্জন। তাহলে কি রণবীর সিং আর দীপিকা পাডুকোনের সম্পর্কে চিড়? জবাব দিলেন খোদ নায়ক-নায়িকা৷

আরও পড়ুন-  অভি নেই! পুজোর শহর ছেড়ে দূরে কেরলের নিরিবিলিতে পরিবার

ভাইরাল হওয়া ওই টুইটে লেখা ছিল, ‘বলিউডের এই সেলেব দম্পতির বৈবাহিক সম্পর্কের রসায়নে বিঘ্ন ঘটেছে।’ তবে কি এতদিনের সম্পর্কে ইতি পড়তে চলেছে? এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন নাটকের যবনিকা টানলেন রণবীর-দীপিকা৷ হাতিয়ার সেই টুইট। শুক্রবার সন্ধ্যায় ভালোবাসার প্রতীক গোলাপি রঙের পোশাক পরে একটি ছবি পোস্ট করেন রণবীর। আর তাতে কমেন্ট করেন দীপিকা। পাল্টা রণবীরও স্মাইলি এঁকে ভালোবাসার উত্তর দেন। ব্যস। এতেই তাঁরা স্পষ্ট বুঝিয়েদেন যে দু’জনের কিচ্ছু শেষ হয়ে যায়নি। বরং সব ঠিকঠাকই রয়েছে। 


পাঁচ বছর রিলেশনশিপে থাকার পর ২০১৮ সালের ১৪ নভেম্বর গাঁটছড়া বাঁধেন দীপিকা ও রণবীর। ২০১৩ সালে সঞ্জয়লীলা বনশালির একটি ছবিতে অভিনয়ের সূত্রে কাছাকাছি আসেন দুই তারকা৷ ধীরে ধীরে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। সেই থেকে ৯ বছর একসঙ্গেই রয়েছেন দীপবীর৷ তাঁরা বলিউডের লাভ বার্ডস হিসাবেই পরিচিত৷ কিন্তু তাঁদের সম্পর্কের সেই চেনা ছবি পাল্টে যায় ওই উড়ো টুইটে৷

 মুম্বইয়ের এক ট্যাবলয়েডের বিনোদন সাংবাদিকের  ওই টুইট দেখার পর থেকেই মনখারাপ তাঁদের ভক্তকুলের৷ তবে অনেকেই এই টুইটকে ভুয়ো বলে দাবি করে আসছিল। এই ধরনের খবর তৈরি করার জন্য অনেকে আবার ওই সাংবাদিককেও একহাত নেন। 


অবশেষে দুশ্চিন্তার অবসান৷ নেটিজেনদের একাংশ বলছেন,  দীপিকা ও রণবীরের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা ও গুজব ছড়াচ্ছিল। সেগুলি বন্ধ করতেই টুইট চালাচালি তারকা দম্পতির। দীপিকা ও রণবীর ঘনিষ্ঠদের মতে, এই তারকা দম্পতি বহাল তবিয়তেই রয়েছেন। তাঁদের সম্পর্কে আজও অটুট৷ 

এদিকে, ‘ব্রহ্মাস্ত্র’ সিরিজের পরবর্তী ছবিতে দেব ও অমৃতার ভূমিকায় কাদের দেখা যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই এই দুই চরিত্রে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে কল্পনা করতে শুরু করেছেন৷ এক অনুরাগী তো দেব-অমৃতার চরিত্রে দুই তারকার ছবিও তৈরি করে ফেলেছেন। আর তা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল৷ 
 

Around The Web

Trending News

You May like