‘আমি তোমায় ভালবাসি..’,নীলাঞ্জনকে জড়িয়ে ধরে সটান চুমু ইমনের

‘আমি তোমায় ভালবাসি..’,নীলাঞ্জনকে জড়িয়ে ধরে সটান চুমু ইমনের

কলকাতা:  প্রেম পর্বের পর গাঁটছড়া বেঁধেছেন তাঁরা৷ সংসার পাতলেও ভাটা পড়েনি ভালোবাসায়৷ চূড়ান্ত রোমান্টিকতায় ডুবে ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ৷ আরও একবার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল তাঁদের ভালোবাসা৷ শুক্রবার নতুন করে একে অপরের প্রেমে পড়লেন দুই শিল্পী৷ শিশুর মতো ইমনের স্বীকারোক্তি, ‘ভালবাসি তোমায়, বুঝলে?’  নতুন করে বললেন, ‘তুমি আছ আমি আছি…৷’

আরও পড়ুন- ১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল? প্রশ্ন তুলে নিজের বক্তব্যে অনড় ‘কুইন’

তবে শুধু মুখে ভালোবাসি বলেই ক্ষান্ত থাকেননি জাতীয় পুরস্কার জয়ী গায়িকা৷ স্বামীকে জড়িয়ে ধরে গালে চুমু এঁকে দিলেন ইমন৷ তাও আবার ক্যামেরার সামনে৷ মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো৷ নিজেই এই মজাদার রিল ভিডিয়োটি শেয়ার করেছেন গায়িকা৷ 

গানে গানেই তাঁর জীবনে প্রেম এসেছে৷ ২০১৯ সালে একটি অনুষ্ঠান থেকে দু’জনের আলাপ৷ ২ বছর রিলেশনশিপে থাকার পর বিয়ে৷ আপাতত টলিউডে অন্যতম সুখী দম্পতি ইমন-নীলাঞ্জন৷ তাঁদের ভক্তরা আবার তাঁদের নীলামন বলে ডাকতেও পছন্দ করেন৷ আর ইমন-নীলাঞ্জনের যে প্রেমে পড়া বারণ নেই যা বেশ ভালোই বোঝা যাচ্ছে৷ সম্প্রতি পোস্ট করা বুমেরাং ভিডিয়োতে ইমন আবার বুঝিয়ে দিলেন তিনি কতখানি ভালোবাসেন নীলাঞ্জনকে৷ 

ইমন ও নীলাঞ্জন একের পর এক কাপল গোল দিয়ে চলেছেন৷ একসঙ্গে গান বাঁধা থেকে সময় কাটানো, খুনসুটি, সবেতেই তাঁরা অনন্য৷ সোশ্যাল মিডিয়ায়া সম্প্রতি যে ভিডিয়োটি ইমন শেয়ার করেছেন৷ সেটি অত্যন্ত মজাদার৷ শিশুর মতো নীলাঞ্জনকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি৷ আর তার পরেই সটান গালে একখানি চুমু৷ তবে ভালোবাসা প্রকাশ করার কোনও সুযোগই মিস করেন না ইমন৷  কিছু দিন আগেও ‘ব়্যাপিড ফায়ার’-এর আদলে ভালোলাগা, ভালবাসার কথা বলে গিয়েছিলেন ইমন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twenty =