১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল? প্রশ্ন তুলে নিজের বক্তব্যে অনড় ‘কুইন’

১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল? প্রশ্ন তুলে নিজের বক্তব্যে অনড় ‘কুইন’

মুম্বই: সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে হাজির হয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ভারতের স্বাধীনতা প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা ভিক্ষা ছাড়া কিছু ছিল না! ২০১৪ সালে ভারত আসল স্বাধীনতা পেয়েছিল। এই মন্তব্য শোনার পর কার্যত ঝড় বয়ে গেছে গোটা দেশে। তাঁর পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া থেকে তাঁকে গ্রেফতার করার দাবি তোলা হয়েছে। বিরোধী দল তো বটেই, বিজেপি শিবির থেকেই কঙ্গনাকে কটাক্ষ করা হয়েছে। তবে নিজের বক্তব্যে অনড় রয়েছে বলিউডের ‘কুইন’। উলটে তিনি নিজের বক্তব্যের প্রেক্ষিতে যুক্তি দিয়েছেন। 

শনিবার ফেসবুক পোস্টে নিজের মন্তব্যের সমর্থনে একাধিক দাবি করে তিনি। কিছু ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি বলেন, ”আমি শুধু একা কংগ্রেসকে ভিখারি বলি না।” তিনি লেখেন, ”১৮৫৭ সালে প্রথম ব্রিটিশ বিরোধী সংঘবদ্ধ যুদ্ধ হয়েছিল… স্বাধীনতার স্বার্থে জীবন উত্সর্গ করেছেন সুভাষ চন্দ্র বসু, রানি লক্ষ্মীবাঈ, বীর সাভারকারজি। ১৮৫৭ সালের কথা তো আমি জানি, কিন্তু আমি জানি না ১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল, যদি কেউ সেই বিষয়টা আমার স্মরণে আনতে পারে আমি কৃতজ্ঞ থাকব।” এই প্রসঙ্গেই তিনি জানান, ”কেউ যদি আমাকে উত্তর দিতে পারে এই বিষয়গুলিতে তাহলে আমি খুশি খুশি আমার পদ্মশ্রীও ফিরিয়ে দেব, ক্ষমাও চাইব।” পাশাপাশি তিনি এও জানান, যে তিনি টিভি সাক্ষাতকারে কোথায় স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন, সেটা দেখাতে পারলেও তিনি পদ্মশ্রী ফিরিয়ে দেবেন।

এদিকে অনেকে প্রশ্ন তুলেছেন যে, ১৯৪৭ সালে যদি কোনও যুদ্ধ না হয়ে থাকে তাহলে ২০১৪ সালে কোন যুদ্ধ হয়েছিল। এই প্রসঙ্গে কঙ্গনা জানিয়েছেন, তিনি বুঝিয়েছেন যে, সাধারণ মানুষের বাহ্যিক স্বাধীনতা তো ছিল, কিন্তু মানসিক স্বাধীনতা ছিল না। সেটা ২০১৪ সালের পরেই এসেছে। মৃতপ্রায় একটা সভ্যতা জাগতে পেরেছিল এবং সাফল্যের শীর্ষে যেতে পেরেছে। আজ প্রথমবার কোনও ছোট গ্রাম বা এলাকা থেকে আসা কেউ ইংরেজি না বলতে পারলে তাঁকে অপমান করা হয় না। তাই তাঁর দাবি, সাক্ষাতকারে তিনি যা বলেছেন সব সঠিক আর স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + seven =