Aajbikel

‘আজও ভালোবাসি নুসরতকে’, সম্পর্কে ইতি পড়তেই মুখ খুললেন নিখিল

 | 
নুসরত

কলকাতা:  নিখিলের সঙ্গে সম্পর্কে ইতি টেনে নুসরত এখন যশ ঘরনী৷ কিন্তু ‘নয়না’কে আজও ভুলতে পারেননি নিখিল৷ ধর্মের বেড়াজাল ভেঙে তুরস্কের বোদরুমে রূপকথার বিয়ে সেরেছিলেন নিখল-নুসরত৷ সদ্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান রুহির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ব্যবসায়ী নিখিল জৈন৷ সেই রূপকথায় বিয়ে আজও ভুলতে পারেনি তাঁর ভক্তরা৷ লাল লেহঙ্গায় নুসরতের সেই রূপ আজও মোহময়ী৷ কিন্তু বিয়ের দেড় বছরের মধ্যেই জানা গেল সেই বিয়ে বৈধ ছিল না৷ 

আরও পড়ুন- সেজেগুজে ছবি পোস্ট! প্রশ্ন ‘মেয়ে পছন্দ?’ নিজের জন্য পাত্র খুঁজছেন শ্রীলেখা?

নুসরত
 

২০১৯ সালের ১৯ জুন ডেস্টিনেশন বিয়ে সেরেছিলেন নিখিল-নুসরত৷ কিন্তু সেই বিয়ে টেকেনি৷ ‘অ্যানালমেন্ট অফ ম্যারেজ’ নিয়ে মামলা করেন নিখিল জৈন৷ গত ১৭ই নভেম্বর আলিপুর আদালত জানায়, ‘নুসরত-নিখিলের বিয়ে অবৈধ’। এই রায়ের পর নিখিল-নুসরতের বিয়ে নিয়ে টানাপোড়েনে কিছুটা হলেও জটিলটা কেটেছে৷ পাকাপাকি বিচ্ছেদের পর এই প্রথম মুখ খুললেন নিখিল৷ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিখিল জানান, ‘‘আমার সঙ্গে আজ নুসরতের সম্পর্ক নেই ঠিকই৷ কিন্তু আজও আমি নুসরতকে ভালোবাসি।’’ নিখিল বলেন, যে নুসরতকে তিনি ভালোবেসেছিলেন, সেই নুসরত আজও তাঁর হৃদয় জুড়ে৷ সেই সঙ্গে এও বলেছেন, আজকের নুসরতকে তিনি চেনেন না৷ 

নুসরত


নুসরত ও নিখিলের বিয়ে ছিল চোখ ধাঁধানো৷ তুরস্কে বিয়ের পর কলকাতায় গ্র্যান্ড রিসেপশন৷ উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর সংসদে শপথ নেওয়ার সময় নুসরতকে দেখা গিয়েছিল সম্পূর্ণ নবূবধূর বেশে৷ নিজেকে পরিচয় দিয়েছিলেন নুসরত জাহান রুহি জৈন বলে৷ কিন্তু নিখিলের ঘর ছাড়ার পর সেই নুসরতই নিজের মুখেই জানান, নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক বৈধ নয়৷ 

নুসরত


নুসরত এখন ঈশানের মা৷ অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি৷ যশের প্রথম পক্ষের ছেলে আর ঈশানকে নিয়ে সুখের সংসার তাঁদের৷ নিখিল বলেন, ‘ও ভালো থাকুক সবসময় এটাই চাই৷ ও অন্যের সঙ্গে থেকেছে৷ ওদের সন্তানও হয়েছে৷ আমি কোনওদিনই কিছু বলিনি৷’ তবে অতীত ভুলে আপাতত নিজের কর্ম জগতেই ব্যস্ত নিখিল জৈন৷ ব্যবসাতর পাশাপাশি তিনি এখন মডেলও৷ 

Around The Web

Trending News

You May like