Aajbikel

মিঠাই, খড়ি বা ঋষিকে দিয়ে পুজো উদ্বোধন করাতে চান? জানেন কার পারিশ্রমিক কত?

 | 
মিঠাই

কলকাতা:  মা আসছেন৷ বাকি আর মাত্র কয়েক দিন৷ বছরভর এই কটা দিনের অপেক্ষাতেই তো বসে থাকে বাঙালি৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর জোর প্রস্তুতি৷ শপিং থেকে পুজোর প্যাণ্ডেল, সব কিছুরই তোরজোড়৷ পাড়ার মোড়ে মোড়ে চলছে বাঁশ বাঁধার কাজ। বিভিন্ন আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। সেরার সেরা হওয়ার দৌড়ে প্রতি বছরই নেমে পড়ে ক্লাবগুলি। কোন পুজোর উদ্বোধনে কত বড় তারকা আসছেন, তা নিয়েও চলতে থাকে কমপিটিশন৷ 

আরও পড়ুন- গোমাংস নিয়ে মন্তব্যের জের, রণবীর-আলিয়াকে ঢুকতেই দেওয়া হল না মহাকালেশ্বর মন্দিরে


এদিকে, নামী মুখ মানেই বেশি প্রচার, বেশি ভিড়। যে পুজো প্যান্ডেলে যত বিখ্যাত মুখ,  তাঁদের কদরও ততটাই বেশি। তবে ইচ্ছামতো তারকাদের দিয়ে পুজো উদ্বোধন করাতে হলে বেশ কাঠখড় পোড়াতে হয় উদ্যোক্তাদের। কারণ, যাঁর জনপ্রিয়তা যত বেশি, তাঁর পারিশ্রমিকের অঙ্কও ততটাই বড়। পুজো উদ্বোধের জন্য কেউ টপকে যান লাখের গন্ডি,  কেউ আবার থাকেন হাজারে ঘরেই৷ ফলে সেটা মাথায় রেখেই  পুজোর বাজেটও করতে হয় ক্লাব কর্তাদের৷ 


আর তারকার ঠিক কত পারিশ্রমিক নেবেন, তা জানতে বেশ ভালোই খাটতে করতে হয় ক্লাবকর্তাদের। প্রথমসারির একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই বছর বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ব্যাপক চাহিদা রয়েছে ছোট পর্দার জনপ্রিয় মুখ মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু, ঋষি সেন ওরফে শন বন্দ্যোপাধ্যায়ের মতো তারকাদের। আগে বিগ বাজেট পুজোগুলোয় বড় পর্দার তারকাদের চাহিদাই ছিল বেশি৷ তবে অধিকাংশ বিগ বাজেটের পুজোই এখন কোনও না কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। ফলে সেই সকল পুজোর বেশিরভাগই ফিতে কাটার পাঠ চুকিয়ে দিয়েছেন। আর যাঁরা তারকাদের দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছেন তাঁরা বেশিরভাগই পছন্দ করছেন ছোট পর্দার তারকাদের৷ তবে বলে রাখা ভালো ছোট পর্দার কুশিলব হলেও তাঁদের  বাজেট কিন্তু একেবারে ছোট নয়৷ 


জানা যাচ্ছে, মিঠাইয়ের সম্ভাব্য পারিশ্রমিক ৮৫ হাজার টাকা৷ অন্য দিকে শনের পারিশ্রমিক হাজারের গন্ডি ছাড়িয়ে লাখ ছুঁয়েছে। শন পুজো উদ্বোধনে নেন এক লক্ষ টাকা। মোটা পারিশ্রমিক নেন দিতিপ্রিয়া রায়ও৷ তাঁর সম্ভাব্য পারিশ্রমিক ৭০ হাজার টাকা। দর্শকের প্রিয় চিঠি ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায় এবং খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায়ের  সম্ভাব্য পারিশ্রমিক ৪৫ হাজার টাকা। এছাড়াও ইন্দ্রাশিস রায় এবং প্রতীক সেনও নেন ৪৫ হাজার টাকা৷ গৌরব রায়চৌধুরীর পারিশ্রমিক ৩০ হাজার৷ অর্কজা নেন ২৫ হাজার৷ 

Around The Web

Trending News

You May like