Aajbikel

গোমাংস নিয়ে মন্তব্যের জের, রণবীর-আলিয়াকে ঢুকতেই দেওয়া হল না মহাকালেশ্বর মন্দিরে

 | 
রণবীর

মুম্বই: গোমাংস নিয়ে রণবীরের পুরনো একটি মন্তব্যের জেরে মুক্তির আগেই বিপাকে টিম ‘ব্রহ্মাস্ত্র’৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে৷ এবার মধ্যপ্রদেশে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বজরং দলের বিক্ষোভের মুখে তাঁরা ঢুকতেই পারলেন না উজ্জয়িনীর মহাকালেশ্বর শিব মন্দিরে। একা পুজো দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়৷ 

আরও পড়ুন- কাকার হাতে ধর্ষিত, টাকার জন্য যৌনবৃত্তি, জীবনের পাতা খুললেন বিগ বসের প্রাক্তন তারকা

আগামী শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে রণবীর এবং আলিয়া ভাট অভিনীত বহু প্রতীক্ষিত  ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’। ছবি মুক্তির আগে মঙ্গলবার জুটি বেঁধে উজ্জয়িনীর শিব মন্দিরে ভোলেবাবার আশীর্বাদ নিতে গিয়েছিলেন রণলিয়া। সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। কিন্তু,  মন্দিরের কাছে পৌঁছতেই বজরং দলের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।


মঙ্গলবারই মুম্বই থেকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পৌঁছয় টিম ‘ব্রহ্মাস্ত্র’৷ সেখানে পৌঁছনোর পরই তাঁদের অভ্যর্থনা জানায় মন্দির কর্তৃপক্ষ৷ কিন্তু, মন্দিরে ঢুকতে গেলে বাধা দেন সেখানে উপস্থিত হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা। ১১ বছর আগে গোমাংস নিয়ে রণবীরের একটি মন্তব্যকে তুলে ধরে ব্যাপক বিক্ষোভ শুরু করেন তাঁরা৷ আলিয়া, রণবীর, অয়ন মন্দিরে পৌঁছতেই তাঁদের কালো পতাকা দেখান বজরং দলের কর্মী সমর্থকরা। 


 প্রসঙ্গত, ২০১১ সালে ‘রকস্টার’ ছবির প্রোমোশনে গিয়ে একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, “আমার পরিবার এক সময় পেশোয়ারে থাকত। ফলে পোশায়ারি খাবারের সঙ্গে আমি পরিচিত৷ মটন, পায়া এবং গোমাংস খেতে ভালবাসি।’’ তিনি গোমাংসের বড় ভক্ত বলেও জানান রণবীর৷  ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’র মুক্তির আগে রণবীরের পুরনো সেই মন্তব্য নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকী তাঁর নতুন ছবি বয়কটের ডাকও দেওয়া হয়েছে৷ আলিয়াকেও হিন্দুত্ব বিরোধী বলে অভিহিত করা হয়েছে৷  


 রণবীর-আলিয়ারা এদিন মহাকালেশ্বর মন্দিরে আসার আগেই সেখানে জড়ো হয়েছিলেন বজরং দলের নেতা-কর্মীরা৷ এর আগেই অবশ্য স্থানীয় নেতা অঙ্কিত জিন্দল হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “রণবীর-আলিয়াকে আমরা মন্দিরে ঢুকতে দেব না।’’ রণবীররা সেখানে এসে পৌঁছলেন শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হতাহাতি৷ জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয় বলেও খবর৷ শেষমেষ রণবীর বা আলিয়া কেউই মন্দিরে ঢুকতে পারেননি৷ একমাত্র পুজ দেন অয়ন৷ 


উল্লেখ্য, এই ছবিতে শিবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। আলিয়া রয়েছেন ইশার অর্থাৎ পার্বতীর ভূমিকায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়কে। ক্যামিও চরিত্রে দেখা যাবে কিং খানকে।
 

Around The Web

Trending News

You May like