হোটেলে শেষ মুহূর্তে কী হয়েছিল? ধর্মতলায় তদন্তে ফরেনসিক দল

হোটেলে শেষ মুহূর্তে কী হয়েছিল? ধর্মতলায় তদন্তে ফরেনসিক দল

কলকাতা: জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে’র মৃত্যু নিয়ে এখন বিরাট জল্পনা। একাধিক প্রশ্ন উঠে এসেছে গতকাল থেকেই। কেন তাঁকে নজরুল মঞ্চ থেকেই সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হল না, কেন হোটেল থেকেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হল না, এই সব প্রশ্নের উত্তর চায় মানুষ। ধর্মতলার যে হোটেলে তিনি ছিলেন সেখানে শেষ কয়েক মিনিট কী পরিস্থিতি হয়েছিল কেকে’র তা জানা এখনও বাকি। সেই কারণেই হোটেলে তদন্ত করেছে ফরেনসিক আধিকারিকরা।

আরও পড়ুন- VIDEO: ‘হায়ে, মর যাউ ইয়েহি পে…’ শেষ শোয়েই বলছিলেন কেকে

অনুষ্ঠান থেকে ফেরার সময়ই গায়ক বারবার বলছিলেন যে তাঁর শীত করছে। শোনা গিয়েছে, হোটেলে ফিরে তিনি একবার বমি করেছেন, তারপর সোফায় বসতে গিয়ে পড়ে যান। অনুমান করা হচ্ছে, তখনই তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। দক্ষিণ কলকাতার সিএমআরআই হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যে সময়ে তিনি এসেছিলেন ততক্ষণে কেকে মৃত। তাই হোটেলে শেষ কয়েক মিনিটে কী হয়েছে তা জানতেই ঘটনাস্থলের একাধিক নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিসি(সেন্ট্রাল) রূপেশ কুমারও। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে মামলা দায়ের হয়েছে নিউ মার্কেট থানায়।

সোমবার কেকে কলকাতায় এসেছিলেন দু’টি কলেজ ফেস্টের অনুষ্ঠানে যোগ দিতে। একটি ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের শো, যা সোমবার হয়েছিল। পরেরটি মঙ্গলবারের, গুরুদাস কলেজের। গতকাল সেই অনুষ্ঠান করার পরেই হোটেলে ফিরে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, অনুষ্ঠান শুরু করার আগে থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। কিন্তু শো মাঝপথে বন্ধ করেননি। ক্রমাগত ঘামছিলেন তিনি, বারবার জল খাচ্ছিলেন। স্পটলাইট বন্ধ করে দিতেও বলেছিলেন গায়ক। তবে শেষমেষ রক্ষা করা যায়নি তাঁকে। শো শেষে কার্যত বিধ্বস্ত অবস্থায় অনুষ্ঠান মঞ্চ থেকে বেরোন তিনি। পরের কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =