Aajbikel

VIDEO: 'হায়ে, মর যাউ ইয়েহি পে...' শেষ শোয়েই বলছিলেন কেকে

 | 
KK

কলকাতা: তিনি নেই। আচমকাই। হঠাৎ করে। কলকাতায় শো করতে এসেছিলেন কেকে। আপামর জনতাকে উল্লাসে মাতাতে এসেছিলেন। মাতিয়েছেন নিঃসন্দেহে। কিন্তু তারপর যা বিষাদ দিয়ে গেলেন তা হয়তো নাই দিতে পারতেন। কলকাতাকে বরাবর ভালোবেসে এসেছেন তিনি। সেই ভালোবাসার শহরকে এই 'উপহার' দিলেন কেকে, মেনে নেওয়া যায় না। কিন্তু ভাগ্যের কী অদ্ভুত পরিহাস। জীবনের শেষ শোয়ে এসে নিজের মৃত্যুর কথাই বলেছিলেন তিনি! সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভবিতব্য তাঁর জন্য হয়তো এটাই ঠিক করে রেখেছিল।

আরও পড়ুন- কৃষ্ণকুমার কুনাথ থেকে কেকে, আজীবনের জন্য থেকে গেল 'প্রেমের গলা'

যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা সেই সময়ের যখন তিনি শাহরুখ খান অভিনীত 'ওম শান্তি ওম' সিনেমার 'আখো মে তেরি' গানটি গাইছেন। এই জনপ্রিয় গান গাইতে গাইতে স্বাভাবিক ছন্দেই তিনি শ্রোতাদের দিকে মাইক ঘুরিয়ে দেন, তাদের গাইতে বলেন। সঙ্গে সঙ্গে শ্রোতারা নিজেদের মতো করে তাঁর গাওয়া গান গাইতে শুরু করে। মনোরম এই পরিবেশকে চাক্ষুষ করে কেকে বলেই ফেলেন, 'হায়ে, মর যাউ ইয়েহি পে...'। সেই মুহূর্তে স্বাভাবিকভাবে কিছু মনে হয়নি কারোর। কিন্তু যে জানত হুবহু এই কথাটাই আর কয়েক ঘণ্টার মধ্যে সত্যি হয়ে যাবে! সত্যিই সকলকে ছেড়ে চলে যাবেন তিনি, এখান থেকেই।

মঙ্গলবার নজরুল মঞ্চে শো করতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল সেই গানের তালিকা যে যে গান তিনি গাইবেন। ২০ টি গান তৈরি করে রেখেছিল কেকে। গেয়েছেন সবকটি। শেষবারের মতো। অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই কেক অসুস্থ বোধ করছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তিনি শো বন্ধ করেননি। কিছুটা বিশ্রাম নিয়ে আবার গান গেয়েছেন। ভদ্রতার খাতিরে বলুন, পেশাদার শিল্পী হিসেবে বলুন বা নিয়তি, শরীর খারাপ নিয়েই কনসার্ট শেষ করেন তিনি। ভিডিওঃ ফেসবুক

Around The Web

Trending News

You May like