মুম্বই: বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। তাঁর ছেলেও যে কোনও ‘রাজপুত্র’র চেয়ে কম নন! আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই দুশ্চিন্তা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন শাহরুখ-ভক্তরা৷ ছেলের ঘরে ফেরার অধীর অপেক্ষায় দিন কাটাচ্ছিলেন শাহরুখ-গৌরীও৷ বৃহস্পতিবার জামিন মিলতে স্বস্তি ফেরে মন্নতে৷
আরও পড়ুন- অবশেষে জেলমুক্তি শাহরুখ পুত্রের, মন্নত-এ ফিরলেন আরিয়ান
শনিবার আজ সকাল থেকেই আরিয়ানকে স্বাগত জানাতে ভিড় জমেছিল মন্নতে’র বাইরে৷ যেন কোনও উৎসবের আমেজ৷ ২৮ দিন পর বাড়ি ফিরছেন আরিয়ান৷ এদিকে, গতকাল রাত থেকেই মন্নত সেজে উঠেছে আলোর রোশনাইয়ে৷ এদিন সকালেই ছেলেকে আনতে বেরিয়ে পড়েন শাহরুখ খান৷ তবে তিনি জেলে যাননি৷ বরং অপেক্ষা করছিলেন জেল থেকে কিছুটা দূরে একটি হোটেলে৷ তাঁর নিরাপত্তারক্ষীরা গিয়ে আরিয়ানকে ছাড়িয়ে নিয়ে আসেন৷ আরিয়ান অবশ্য ইতিমধ্যেই মন্নতে ঢুকে গিয়েছেন৷
এদিকে তাঁকে স্বাগত জানাতে আজ মন্নতের বাইরে দেখা যায় ‘ওয়েলকাম হোম প্রিন্স’ লেখা প্ল্যাকার্ডের ছড়াছড়ি৷ এরই মাঝে চোখে পরে মন্নতের দেওয়ালের গায়ে বসে একমনে হনুমান চালিশা পড়ে চলেছেন এক পণ্ডিত৷ আরিয়ানের মঙ্গল কামানায় নেই কোনও ধর্মীয় ভেদাভেদ৷ তাই তো তাঁর উপর থেকে সংকট কাটাতে একমনে তিনি পড়ে চললেন হনুমান চালিশা৷ উপস্থিত হন আরও এক পণ্ডিত৷ তিনি আবার সাজিয়ে-গুজিয়ে সঙ্গে নিয়ে আসেন তাঁর গোমাতাকে৷ অন্যদিকে, মন্নতের বাইরে বাজতে থাকে শাহরুখের হিট ছবির গান৷
আপাতত মুক্তি মিললেও আরিয়ান বিদেশ যাত্রা করতে পারবে না৷ এমনকী আদালতের নির্দেশ ছাড়া মুম্বই-মহারাষ্ট্র ছেড়েও বেরতে পারবেন না তিনি৷ স্পেশাল কোর্টে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে৷ যোগাযোগ করতে পারবেন না বাকি অভিযুক্তদের সঙ্গে৷ প্রতি শুক্রবার দুপুর ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে মুম্বইয়ের এনসিবি’র অফিসে এসে হাজিরা দিতে হবে আরিয়ানকে৷ নির্দেশ লঙ্ঘন করলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে শাহরুখ-পুত্রকে৷