Aajbikel

অবশেষে জেলমুক্তি শাহরুখ পুত্রের, মন্নত-এ ফিরলেন আরিয়ান

 | 
ariyan

মুম্বই: দিওয়ালির আগে মন্নত-এ খুশির হাওয়া৷ অবশেষে মাদককাণ্ডে জেলমুক্তি শাহরুখপুত্রের। কিং খানের জন্মদিনের ৩ দিন আগে ঘরে ফিরছেন আরিয়ান৷ শনিবার সকালেই ছেলেকে আনতে আর্থার রোড জেলে পৌঁছে যান শাহরুখ ও গৌরী খান৷ আরিয়ানকে সঙ্গে নিয়ে মন্নত-এ ফিরলেন তাঁরা৷ 

আরও পড়ুন- জামিন পেলেও আজ জেলমুক্তি হল না আরিয়ানের


দীর্ঘ ২৬ দিন জেলে থাকার পর বৃহস্পতিবার অবশেষে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট৷ শুক্রবারই বাড়ি ফেরার কথা ছিল তাঁর৷ কিন্তু নথির জটে গতকাল জেলেই কাটাতে হয় শাহরুখ তনয়কে৷ সময় মতো এনডিপিএস কোর্টে জামিনের নথি না পৌঁছনোয় শুক্রবারও জেলমুক্তি হয়নি আরিয়ানের৷ বিকেল পাঁচটার মধ্যে রিলিজ লেটার জমা দেওয়ার কথা বলা হয়েছিল৷ কিন্তু তা সম্ভব হয়নি৷ বিকেলে জেল কর্তৃপক্ষ বেল বক্স খুলে দেখেন কোনও নথি জমা পরেনি৷ ফলে শনিবার সকালের আগে যে আরিয়ানের জেলমুক্তি হবে না তা স্পষ্ট হয়ে যায়৷ আজ সকাল সাড়ে ৫টায় ফের বেল বক্স খোলে জেল কর্তপক্ষ৷ তাতে আরিয়ান-সহ ছয় থেকে সাতজনের জামিনের নথি জমা পড়েছিল। এর পরেই শুরু হয় তাঁর মুক্তির প্রক্রিয়া৷ 


 



২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে অভিযান চালিয়ে আটক করা হয় আরিয়ান খানকে৷ দীর্ঘ জেরার পর ৩ অক্টোবর তাঁকে গ্রেফতার করে এনসিবি৷  ৮ অক্টোবর তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট। তার পর থেকেই আরিয়ানের ঠিকানা ছিল আর্থার রোড জেল৷ এর পর বারবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়েছে৷ অবশেষে বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট তাঁকে জামিন দেয়৷  


সতীশ মানশিন্ডে বা অমিত দেশাই নন, আরিয়ানের হয়ে বম্বে হাইকোর্টে সাওয়াল জবাব করেছিলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। অন্যদিকে এনসিবির পক্ষে ছিলেন এএসজি অনিল সিং। বিচারপতি নিতিন সাম্বরের সিঙ্গেল বেঞ্চে দুই পক্ষই নিজেদের বক্তব্য পেশ করেন। এর পরেই আরিয়ানের জামিন মঞ্জুর করা হয়৷ তবে জামিন পেলেও আরিয়ানকে একাধিক শর্ত মেনে চলতে হবে। এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে৷ 


সেই সঙ্গে বলা হয়েছে, আরিয়ান বিদেশ যাত্রা করতে পারবে না৷ এমনকী আদালতের নির্দেশ ছাড়া মুম্বই-মহারাষ্ট্র ছেড়েও বেরতে পারবেন না তিনি৷ স্পেশাল কোর্টে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে৷ যোগাযোগ করতে পারবেন না বাকি অভিযুক্তদের সঙ্গে৷ প্রতি শুক্রবার দুপুর ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে মুম্বইয়ের এনসিবি’র  অফিসে এসে হাজিরা দিতে হবে আরিয়ানকে৷ নির্দেশ লঙ্ঘন করলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে শাহরুখ-পুত্রকে৷  

Around The Web

Trending News

You May like