মুম্বই: জামিন পেলেও আজ জেলমুক্তি হচ্ছে না শাহরুখপুত্র আরিয়ান খানের৷ আজও আর্থার রোড জেলেই থাকতে হবে তাঁকে৷ সময়ে জামিনের নথি না আসায় আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন না আরিয়ান৷ শুক্রবার শাহরুখপুত্রের জেল মুক্তি নিয়ে আগেই সংশয় ছিল৷ শনিবার সকালের আগে জেল থেকে ছাড়া পাবেন না আরিয়ান৷ এনডিপিএস কোর্টে জামিনের নথি না পৌঁছনোয় আজও জেলমুক্তি হল না আরিয়ানের৷
আরও পড়ুন- মাদকচক্রের পর্দা ফাঁস করতে গিয়ে ‘চক্রব্যূহে’ দুঁদে NCB অফিসার সমীর
২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে অভিযান চালিয়ে আটক করা হয় আরিয়ান খানকে৷ ৩ তারিখ তাঁকে গ্রেফতার করে এনসিবি৷ এর আগে একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়েছে৷ শুনানি পিছিয়ে গিয়েছে৷ গতকাল অবশেষে তাঁকে জামিন দেয় বম্বে হাইকোর্ট৷ তবে আজও জেল থেকে ছাড়া পাচ্ছেন না শাহরুখপুত্র৷
আজ ছেলেকে আনতে আর্থার রোড জেলে গিয়েছিলেন শাহরুখ খান৷ জানা যাচ্ছে, তাঁর সঙ্গে ছিলেন জুহি চাওলা৷ আরিয়ানের জামিনদার হচ্ছেন তিনি৷ শাহরুখপুত্রের জন্য ১ লক্ষ টাকার বন্ডে সই করবেন জুহি চাওলা৷
২৬ দিন জেলে থাকার পর বৃহস্পতিবার অবশেষে মাদককাণ্ডে জামিন পান আরিয়ান খান৷ তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট৷ বিকেল পাঁচটার মধ্যে রিলিজ লেটার জমা দেওয়ার কথা বলা হয়৷ এই সময়ের মধ্যে রিলিজ লেটার জমা দিতে না পারায় আজও ফিরতে পারলেন না আরিয়ান৷ বিকেলে জেল কর্তৃপক্ষ বেল বক্স খুলে দেখেন কোনও নথি জমা পরেনি৷ আগামীকাল সাড়ে ছ’টায় ফের খোলা হবে এই বক্স৷ ফলে শনিবার সকালের আগে মন্নত-এ ফেরা হবে না আরিয়ানের৷
গ্রেফতার হওয়ার পর এনসিবি-র হেফাজত থেকে আরিয়ানের ঠিকানা হয়েছিল আর্থার রোড জেল৷ আজ আর্থার রোড জেলের সামনে জমা হয় সাংবাদিকদের ভিড়৷ জড়ো হন সাধারণ মানুষও৷ কিন্তু মুক্তি পেলেন না আরিয়ান৷ প্রসঙ্গত, জামিন পেলেও বিদেশে যেতে পারবেন না শাহরুখপুত্র৷ প্রতি শুক্রবার দিতে হবে হাজিরা৷
এদিকে, আরিয়ান না ফেরা পর্যন্ত মন্নত-এ ক্ষির হবে না বলে জানিয়ে দিয়েছিলেন গৌরী খান৷ ছেলে না ফিরলে হবে না দীপাবলি৷ ছেলের জন্য নবরাত্রির উপোসও করেছিলেন গৌরী৷ ধার্মিক না হলেও আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই নির্দিষ্ট সময়ে প্রার্থনাও করেছেন তিনি৷ তাঁর প্রার্থনা সফল৷ জামিন পেয়েছেন আরিয়ান৷ দীপাবলিতে সেজে উঠবে মন্নত৷ ছেলের ঘরে ফেরা এখন সময়ের অপেক্ষা৷