কেউ নববিবাহিত, কেউ ইতি টেনেছেন সম্পর্কে! নব্বইয়ের দশকের সেই শিশু শিল্পীরা এখন কী করেন

কেউ নববিবাহিত, কেউ ইতি টেনেছেন সম্পর্কে! নব্বইয়ের দশকের সেই শিশু শিল্পীরা এখন কী করেন

মুম্বই: নব্বইয়ের দশকে একঝাঁক শিশু তারকা বলিউডে রাজত্ব করেছিল৷ তাঁরা শুধু বড় পর্দায় নিজেদের অভিনয় দক্ষতার পরিচয়ই দেননি, জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে৷ আজ সেই অভিনেতারা পরিণত৷ গাঁটছড়া বেঁধেছেন নিজেদের মনের মানুষের সঙ্গে। কতটা বদলে গিয়েছেন তাঁরা৷ তাঁদের মনের মানুষই বা কেমন? দেখে নেওয়া যাক৷ 

আরও পড়ুন- সকাল ৭টার শোও প্রায় হাউসফুল! মুক্তির আগেই মহানগরীতে ‘পাঠান’ ঝড়

নব্বই-এর দশকে মুক্তি পেয়েছিল প্রেম এবং বন্ধুত্ব নিয়ে তৈরি হিন্দি ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’৷ শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় এবং কাজলের পাশাপাশি ওই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন খুদে অভিনেতা সানা সইদ। ছবিতে শাহরুখ এবং রানির মেয়ে অঞ্জলির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

অঞ্জলি

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি মুক্তির ১৪ বছর পর করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এবং ‘মুন্না মাইকেল’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে৷ চলতি বছরের ১ জানুয়ারি আংটিবদল করেছেন পর্দার ‘অঞ্জলি’৷ ইনস্টাগ্রাম পোস্টে নিজেই সুখবর জানিয়েছেন অভিনেত্রী৷ দীর্ঘকালের প্রেমিক সাবা ওয়াগনারের সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন সানা৷ 

পরমান

‘তুসসি যা রহে হো, তুসসি না যাও!’— ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির এই সংলাপ আজও মনে গেঁথে রয়েছে সিনেপ্রেমীদের। যে শিশু অভিনেতার মুখে এই সংলাপ শোনা গিয়েছিল, পর্দায় তাঁর চরিত্রের নাম ছিল সর্দার। এই চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা কুড়িয়েছিলেন পারজান দস্তুর৷ এক বিখ্যাত সংস্থার বিজ্ঞাপনেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে ‘কভি খুশি কভি গম’, ‘ব্রেক কে বাদ’, ‘সিকন্দর’ ছবিতে অভিনয় করেছেন পারজান। বর্তমানে একটি প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতার দায়িত্বে রয়েছেন৷ ২০২১ সালের জানুয়ারি মাসে দীর্ঘকালের প্রেমিকা ডেলনা শ্রফকে বিয়ে করেন অভিনেতা৷ 

জনপ্রিয় ধারাবাহিক ‘করিশ্মা কা করিশ্মা’-র রোবটের চরিত্রটিকে মনে আছে? কিংবা ‘কাল হো না হো’ ছবিতে জিয়ার চরিত্রে ঝনক শুক্লর কথা মনে পড়ছে৷ যে চরিত্রগুলো এক সময় পর্দায় ঝড় তুলেছিল। চলতি বছরের জানুয়ারি মাসেই পর্দার ‘করিশ্মা’ ঝনক তাঁর দীর্ঘকালীন প্রেমিক স্বপ্নিল সূর্যবংশীর সঙ্গে আংটিবদল করেছেন। ইনস্টাগ্রামে অনুষ্ঠানের ছবি পোস্ট করে নিজেই সেই সুখবর জানিয়েছেন অভিনেত্রী।

ঝনক

নব্বইয়েকর দশকে আরও একিট জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘শাকা লাকা বুম বুম’৷ ওই ধারাবাহিকের ‘করুণা’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন হংসিকা মোতওয়ানি। ২০০৩ সালে মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত ছহি ‘কোই… মিল গয়া’৷ সেখানে হৃতিক রোশন, প্রীতি জিন্টা এবং রেখার সঙ্গে অভিনয় করেছিলেন ছোট্ট হংসিকাও। হিন্দি ছবির পাশাপাশি তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিপাড়ায় কান পাতলে শোনা যায়, হংসিকা নাকি বিশেষ ইনজেকশন নেওয়ায় তাঁর মধ্যে হঠাৎ করেই বিরাট পরিবর্তন লক্ষ করা যায়। কিন্তু এ প্রসঙ্গে কোনও দিনই মুখ খোলেননি অভিনেত্রী৷ 

হংসিকা

গত বছরের ৪ ডিসেম্বর মাসে প্রেমিক সোহেল খাতুরিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন হংসিকা। সোহেলের ব্যবসা রয়েছে। জয়পুরের মুন্দোতা ফোর্ট অ্যান্ড প্যালেসে বসেছিল তাঁর বিয়ের আসর। 

২০০২ সালে শবানা আজমির সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন শ্বেতা। ‘মকড়ি’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে সেখানেই থেমে থাকেনি তাঁর সফর। হিন্দি ছবির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষার ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে বাঙালি কন্যা শ্বেতাকে।

শ্বেতা

ওয়েব সিরিজ থেকে হিন্দি ছবি— বলিপাড়ায়  ধীরে ধীরে নিজের জমি পাকা করছেন শ্বেতা বসু প্রসাদ। বড় পর্দায় তাঁর অভিষেক বিশাল ভরদ্বাজের হাত ধরে। ছবির পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন শ্বেতা। ‘মর্দ কো দর্দ নেহি হোতা’, ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’, ‘দ্য তাশখন্দ ফাইলস’, ‘সিরিয়াস মেন’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আবার ‘হস্টেজেস’, ‘রে’, ‘ক্রিমিনাল জাস্টিস: অধুরা সচ’-এর মতো ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে শ্বেতাকে৷ ২০১৮ সালে ছবি নির্মাতা রোহিত মিত্তলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। কিন্তু বিয়ের এক বছর পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ২০১৯ সালের ১০ ডিসেম্বর ইনস্টাগ্রামে বিচ্ছেদের কথা ঘোষণা করেন শ্বেতা৷