প্রকৃতির কোলে হোক বা ঐতিহ্যের মোড়ক, ডেস্টিনেশন ওয়েডিংয়ে চমক থাকুক পোশাকেও

প্রকৃতির কোলে হোক বা ঐতিহ্যের মোড়ক, ডেস্টিনেশন ওয়েডিংয়ে চমক থাকুক পোশাকেও

মুম্বই:  নীল জলরাশি হোক বা ঐতিহ্যের সাক্ষী বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাসাদ, কিংবা পাহাড়ের হাতছানি৷ ভারতের আনাচে কানাতে লুকিয়ে রয়েছে না জানি কত চোখ ধাঁধানো শোভা৷ এই সকল অসাধারণ লোকেশন হয়ে উঠতে পারে ডেস্টিনেশন ওয়েডিং-এর ঠিকানা৷ যেখানে বসতে পারে রূপকথায় বিয়ের আসর৷ আর এর জন্য প্রয়োজন মানানসই পোশাকও৷ 

আরও পড়ুন- গোয়ার সৈকতে বক্ষ বিভাজিকায় ঝড় তুললেন আমিশা, উষ্ণতার আগুন নেটপাড়ায়

গোয়ায় বোহেমিয়ান ভাইব- গোয়া মানেই অসাধারণ সান সেট, অপূর্ব রিসর্ট, চার্চ, পর্তুগিজ স্থাপত্য এবং অপ্রত্যাশিত আকাশ৷ গোয়ায় নিজেকে মেলে ধরার একমাত্র উপায় বোহেমিয়ান৷ 

 
জয়পুরের জন্য মাননসই ভিন্টেড চিক-  জয়পুর মানেই রাজকীয় ছোঁয়া৷ এখানে পরতে পরতে রয়েছে ঐতিহ্যের মাদকতা৷ রুদ্ধশ্বাস ব্যাকড্রপ সত্যিই নজর কেড়ে নেয়৷ যা রয়্যাল সঙ্গীত বা ককটেল পার্টির জন্য একদম সঠিক স্থান৷ 

উদয়পুরের জন্য প্রণবন্ত রংয়ের পোশাক- জলরাশি বেষ্টিত দুর্গ৷ রাজবাড়ির চারিপাশে রাজকীয় ছোঁয়া৷ ‘সিটি অফ লেক’ উদয়পুরে মিলবে পছন্দের সব কিছুই৷ উদয়পুর নিশ্চিত ভাবেই চিত্রানুগ লোকেশন৷ যা হয়ে উঠতেই পারে ডেস্টিনেশন ওয়েডিং-এর গন্তব্য৷ আর এখানে মানের রঙিন পোশাক৷

কেরল- ডেস্টিনেশন ওয়েডিং-এর নিখুঁত জায়গা হল কেরল৷ সমুদ্র সৈকত থেকে হিল স্টেশন কিংবা মন মাতানো সমুদ্রের ব্যাক ওয়াটার৷ প্রকৃতির কোলে বসে প্রকৃতির প্রেমে পরতে বাধ্য হবেন আপনিও৷ সঙ্গে থাকবে মনের মানুষ৷

মুসৌরি- উত্তর ভারতের কোলে লুকিয়ে থাকা একটি রত্ন মুসৌরি৷ হিমালয়ের কোলে সূর্যাস্তের আভা মনকে আবিষ্ট করে তোলে৷ রাতের ঝকঝকে আকাশের নীচে ঘনিষ্ঠ নৈশভোজের আসর একেবারে সুপারহিট৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =