গোয়ার সৈকতে বক্ষ বিভাজিকায় ঝড় তুললেন আমিশা, উষ্ণতার আগুন নেটপাড়ায়

গোয়ার সৈকতে বক্ষ বিভাজিকায় ঝড় তুললেন আমিশা, উষ্ণতার আগুন নেটপাড়ায়

মুম্বই:  বলিউড মাতানো ছবি ‘কাহোনা প্যায়ার হ্যায়’ দিয়ে রুপোলি পর্দায় অভিষেক হয়েছিল তাঁর৷ ব্লক বাস্টার এই ছবি প্রেমের আগুন জ্বালিয়েছিল যুবাদের মনে৷ জীবনের প্রথম ছবিই ছিল ‘গ্রিক গড’ ঋত্বিকের বিপরীতে৷ কিন্তু এক সাফল্যের পরেও বলিউডে ধীরে ধীরে হারিয়ে যান আমিশা প্যাটেল৷ তবে সম্প্রতি গোয়া বিচ থেকে দুর্ধর্ষ সব ছবি পোস্ট করেছেন অভিনেত্রী৷ যা তাঁর ভক্তদের মনে নতুন করে ঝড় তুলেছে৷ এই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই তা ভাইরাল৷ 

আরও পড়ুন- ভিন্ন ছবি কিন্তু একই ব্যাকগ্রাউন্ড! কোথায় রয়েছেন যশ-নুসরত?

বলিউডে সাফল্য ধরে রাখতে না পারলেও হট পোজ দিয়ে ভক্তদের মনে জায়গা ধরে রেখেছেন আমিশা৷ কখনও অন্তর্বাসে, কখনও আবার মনোকিনিতে, উষ্ণতার আগুন ঝরিয়েছেন তিনি৷ বোল্ড অবতারে ধরা দিতে তিনি সিদ্ধহস্ত৷ যাঁদের কাছে কাহো না প্যায়ার হ্যায় আজও নস্টালজিয়া, তাঁদের কাছে আমিশা আজও ডিভা৷ এক সময় আমিশা ছিলেন সুপারহিট৷ এসেছে একের পর এক ছবি৷ কিন্তু বক্স অফিসে তা বাজিমাত করতে পারেনি৷ ফলে ধীরে ধীরে কমতে থাকে অফার৷ কিন্তু নিজেকে তিনি ধরে রেখেছেন সোশ্যাল মিডিয়ায়৷ তাঁর আবেদনে আজও পাগল অনুরাগীরা৷ 

আরও পড়ুন- ‘রোলার কোস্টারে জুড়ল আরও একটা বছর’, জন্মদিনে কী রেজোলিউশন নিলেন ঋতাভরী?

আমিশা হট লুকে ছবি পোস্ট করলেই তা ভাইরাল হয়ে যায়৷ এবারও ব্যতিক্রম হয়নি৷ গোয়ার সৈকত থেকে ছবি পোস্ট করতেই ভাইরাল৷ যেখানে স্পষ্ট তাঁর বক্ষ বিভাজিকা৷ আর তাতেই ঝড় উঠেছে নেট পাড়ায়৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =