Aajbikel

‘ডিজনি’র মিউজিক্যাল ছবিতে প্রথম ভারতীয় রাজকন্যা! অপেক্ষা আর কিছুদিনের

 | 
ডিজনি

কলকাতা:  ডিজনির দুনিয়ায় আসছে নতুন চমক৷ তাদের প্রযোজনায় যে নতুন মিউজিক্যাল ছবিটি আসতে চলেছে, সেখানেই ভিন্ন রূপে সাজবে ডিজনির দুনিয়া৷ স্লিপিং বিউটি থেকে শুরু করে ‘ফ্রোজেন’-এর এলসা কিংবা অ্যানা, সিনড্রেলা কিংবা স্নো হোয়াইট সকল ডিজনি রাজকুমারীরাই ছিল শ্বেতাঙ্গ। পরে বর্ণবৈষম্যের তকমা ঘোচাতে কৃষ্ণকায় আলাদিনের জ্যাসমিন, ছোট্ট মোয়ানাকে নিয়ে আসা হয়৷ কিন্তু এতদিন সেই তালিকায় ছিল না কোনও ভারতীয় রাজকন্যে৷ সেই অভাব এ বার দূর হতে চলেছে শীঘ্রই। 

আরও পড়ুন- ‘এবারও বেঁচে যেত, চিকিৎসকদের ইগো ঠেলে দিল ডিপ কোমায়’, বিস্ফোরক মা


‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিজ’-এর নির্মাতা গুরিন্দর চড্ডা এবং পল ম্যায়েদা বার্জেস-এর পরিচালনায় আসছে ডিজনির এই নতুন মিউজিক্যাল ছবি। এই ছবির চিত্রনাট্যও লিখেছেন তাঁরা। ছবিটি প্রযোজনারও দায়িত্বেও রয়েছেন গুরিন্দর। যদিও ছবির নাম কিংবা বিষয়বস্তু নিয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। তবে গোটা কাজটির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন ‘ওয়াল্ট ডিজনি মোশন পিকচার প্রোডাকশন’-এর প্রেসিডেন্ট শন বেইলি।

Around The Web

Trending News

You May like