বেগুনি পোশাকে সুস্পষ্ট বক্ষবিভাজিকা, মিনি ড্রেসের দাম শুনলে চোখ কপালে উঠবে

বেগুনি পোশাকে সুস্পষ্ট বক্ষবিভাজিকা, মিনি ড্রেসের দাম শুনলে চোখ কপালে উঠবে

মুম্বই: পেজ থ্রি’র পাতায় বরাবরই চর্চায় বলি ডিভা দিশা পাটানি৷ টাইগার শ্রফের প্রেমিকা হিসাবে তিনি যত না চর্চিত, তার চেয়ে অনেক বেশি চর্চিত তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে৷ বারেবারে বোল্ড লুকে ধরা দিয়েছেন এমএস ধোনি খ্যাত নায়িকা৷ তিনি ছবি দিতেই তা ঝড়ের গতিতে ভাইরাল৷ 

আরও পড়ুন- সঙ্গমেই হচ্ছে সব থেকে ভালো ব্যায়াম, শিল্পার শোয়ে অকপট তাহিরা

সম্প্রতি নিজের ইনস্টা প্রোফাইলে বেশ কিছু হট ছবি পোস্ট করেছেন দিশা পাটানি৷ তাঁর হট লুক দেখেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে৷ হালকা বেগুনি রঙের ছোট পোশাকে উত্তাপ বাড়াচ্ছেন টাইগার প্রেমিকা৷ মিনি ড্রেসে নিতম্ব ফ্লন্ট করে দিশা যেন সেক্সবম্ব৷ সেই সঙ্গে খোলা চুলে তিনি যেন মোহময়ী৷ সঙ্গে হাই হিল৷ দিশার চোখের চাহনিতে একেবারে কুপোকাত ইন্সটা ইউজাররা। কখনও তিনি ধরা দিলেন সাইড ফেসে৷ হাতে ধরা ক্লাচ৷ তবে বেগুলি পোশাকের আড়ালে নজর কেড়েছে দিশার বক্ষবিভাজিকা।

দিশা

বরাবারই বোল্ড অবতারে ধরা দিয়েছেন বলিউডের গর্জিয়াস গার্ল৷ শুধু ক্যামেরার সামনে হট ফটোশুটেই নয়, হলি ডে মুডে কিংবা ছবির প্রচারে হোক দিশার সেক্সি লুকে সরগরম পেজ থ্রি৷ মিনি ড্রেস থেকে বিকিনি সবেতেই একেবারে সুপার হট দিশা৷ 

কিন্তু জানেন কি দিশার এই বেগুনি ড্রেসের মূল্য কত? ছোট হলেও এর দাম আকাশ ছোঁয়া৷ দিশার এই পোশাকের মূল্য শুনলে সকলেই ভিমরি খাবেন৷ জানা গিয়েছে, এই পোশাকের দাম প্রায় লাখ টাকার কাছাকাছি৷ লাখ টাকার ড্রেস পরেই ক্যামেরার সামনে ঝড় তুলেছেন নায়িকা।