সঙ্গমেই হচ্ছে সব থেকে ভালো ব্যায়াম, শিল্পার শোয়ে অকপট তাহিরা

সঙ্গমেই হচ্ছে সব থেকে ভালো ব্যায়াম, শিল্পার শোয়ে অকপট তাহিরা

মুম্বই: জীবনে একের পর এক বাধা কাটিয়ে তিনি আজ অপরাজেয়। কর্কট রোগ সারিয়ে তিনি অপ্রতিরোধ্য। বলিউডে তিনি  ‘কুল’  হিসেবেই পরিচিত। সোজাসাপ্টা জবাব দিতে তিনি বেশি পছন্দ করেন। সেই আয়ুষ্মান ঘরণী তাহিরা কাশ্যপকে একই মেজাজে দেখা গেল শিল্পা শেট্টির শো ‘শেপ অফ ইউ’তে। সোজাসাপ্টা ভাষায় শিল্পা শেট্টিকে জানিয়ে দিলেন, ক্যালোরি বার্নের জন্য সব থেকে ভালো উপায় হল সঙ্গম।

শিল্পা শেট্টির এই শোতে অতিথিদের শারীরিক ও মানসিক  পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার কথা মাথায় রেখেই শোতে অতিথিদের প্রশ্ন করা হয়। সেই রকম লেখিকা ও পরিচালক তাহিরা কাশ্যপকে প্রশ্ন করা হয়, চটচলদি ক্যালোরি বার্নের উপায় কি। সময় খরচ না করে তিনি বলেন, চট চলদি ক্যালোরি বার্নের উপায় হল সঙ্গম। তাহিরা বলেন, লকডাউনের সময় মি টাইম কাটানোর সুযোগ পেয়েছিলেন। সেই সময় তাঁর ওজন বেশ খানিকটা বেড়ে যায়। তিনি ওজন কমানোর চেষ্টা করেন। খুরানা হাউসের সবাই এত পরোটা পছন্দ করেন যে, তাঁর ওজন কমানোটা অনেকটা কষ্টসাধ্য হয়। তিনি বলেন, আমাদের বাড়িতে বেশিরভাগ দিন পরোটা রান্না হয়।  পরোটা মোটেই অস্বাস্থ্যকর নয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন,পরিবেশনের সময় তিনি ছেলেদের পরোটাতে কিছুটা ঘি ছড়িয়ে দেন। যা যথেষ্ট স্বাস্থ্যকর বলেই তিনি মনে করেন।

নানা ধরনের প্রশ্নের মাঝেই শিল্পা শেট্টি তাঁকে ফিটনেস নিয়ে প্রশ্ন করেন। সেই সময় তিনি বলেন, সঙ্গম করলে সব থেকে তাড়াতাড়ি ক্যালোরি বার্ন হয়। ফলে শরীর সুস্থ থাকে। মনও ভালো থাকে তিনি উল্লেখ করেন। তাহিরা ক্যাশপের এই মন্তব্যে আপাতত মজেছে নেট দুনিয়া। এখনও অনেকে সঙ্গমের বিষয়টি সরাসরি প্রকাশ্যে বলতে লজ্জা পান। সেখানে এমন স্বতস্ফূর্ত ভঙ্গিতে তিনি বলেছেন, তাতে অনেকেই স্যালুট জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =