Aajbikel

হঠাৎই অসুস্থ দীপিকা, মাঝরাতে ভর্তি করানো হল হাসপাতালে, কেমন আছেন অভিনেত্রী?

 | 
দীপিকা

মুম্বই: আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সোমবার বিকেলে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, সোমবার রাতেই হাসপাতালে তাঁর বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে দেখছে। তাঁদের পর্যবেক্ষণেই হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। ঠিক কী হয়েছে দীপিকার, তা এখনও বিশদে জানানো হয়নি।  দীপিকার পরিবারের তরফেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে হাসপাতালের পোর্টালে তাঁর যে হেলথ রিপোর্ট আপলোড করা হয়েছে, তাতে বলা হয়েছে 'ট্যাক্সিং সিচুয়েশনে'র মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী। তবে আপাতত তিনি সুস্থ আছেন৷  

আরও পড়ুন- ফাল্গুনীর গান রিমেক করে নেটিজেনদের রোষানলে নেহা, বিতর্কের মাঝেই এক মঞ্চে দুই শিল্পী


মুম্বইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার হঠাৎই অস্বস্তি বোধ করতে শুরু করেন অভিনেত্রী। সেই সঙ্গে অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ কাজ করছিল। সেই সময় তিনি কোথায় ছিলেন তা জানা যায়নি। তবে দেরী না করে রাতেই দীপিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে শারীরিক পরীক্ষা করে জানান, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখার প্রয়োজন আছে। 


তবে এটাই প্রথম নয়। গত জুন মাসেও হায়দরাবাদে 'প্রজেক্ট কে'-র শ্যুটিং চলার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন দীপিকা। সেদিনও আচমকা অস্বস্তি বোধ করতে শুরু করেছিলেন রণবীর-পত্নী। তাঁর বুক ধড়ফড় করছিল বলে জানা যায়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য সেটে ফিরে এসেছিলেন৷ এর পর শ্যুটও করেন।

Around The Web

Trending News

You May like