Aajbikel

ফাল্গুনীর গান রিমেক করে নেটিজেনদের রোষানলে নেহা, বিতর্কের মাঝেই এক মঞ্চে দুই শিল্পী

 | 
ফাল্গুনী

মুম্বই: ফাল্গুনী পাঠকের গান রিমেক করে তুমুল বিতর্কে নেহা কক্কর৷ ১৯৯৯ সালের ফাল্গুনীর জনপ্রিয় গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ গানের রিমেক বানিয়েছেন নেহা। সেই গান নিয়েই নেটিজেনদের কটাক্ষের মুখে শিল্পী। নানা মন্তব্যে ছয়লাপ নেটপাড়া৷ রিমেক নিয়ে কী বলছেন ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’-এর স্রষ্টা ফাল্গুনী? 

আরও পড়ুন- ‘মোদীজি পারলে আমি কেন নয়? ভোটে লড়ার কথা জানিয়ে হেমাকে পালটা দিলেন রাখি

তাঁর কথায়,  রিমেক নিয়ে আপত্তি নেই। কিন্তু সেই গান যেন শ্রুতিমধুর হয়৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাল্গুনী বলেন, “২২ বছর হয়ে গিয়েছে৷এখনও মানুষের মনে আমার সেই গান টাটকা। মানুষ এতটা ভালোবাসা দিয়েছে, তাঁর জন্য ধন্যবাদ৷ আশা করব এই গানের রিমেক তৈরি হলেও তা যেন শ্রুতিমধুর হয়। যেমন সরলতা ছিল আমার গানে৷ এটা যেন শুনতে খারাপ না লাগে।”


এদিকে, গত কয়েক দিন ধরে ফাল্গুনীর গানের রিমেকের জন্য নানা ধরনের কমেন্ট শুনতে হচ্ছে নেহাকে। বিতর্ক এড়াতে যথাযথ উত্তরও দেওয়ার চেষ্টা করেছেন ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী। তবে চমকটা লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। এত বিতর্কের পরেও একই মঞ্চে ধরা দিলেন নেহা এবং ফাল্গুনী।

নবরাত্রির বিশেষ পর্বের শ্যুটিংয়ের জন্য অতিথি হয়ে এসেছিলেন ফাল্গুনী। ওই অনুষ্ঠানেরই অন্যতম বিচারক আবার নেহা। প্রবল বিতর্কের মাঝে তাঁদের একসঙ্গে একমঞ্চে দেখে চমকে গিয়েছেন দর্শকরা। নবরাত্রির বিশেষ পর্বে তাঁদের একসঙ্গে ডান্ডিয়া নাচ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ 


 

Around The Web

Trending News

You May like