Aajbikel

মুলটি থেকে মুম্বই! ‘জুদাইয়া বে’র সঙ্গে আদিবাসী কন্যার স্বপ্নের উড়ান

 | 
চাঁদমনি

কলকাতা:  হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম মুলটি৷ সেখান থেকে মুম্বইয়ে স্বপ্নের উড়ান আদিবাসী কন্যা চাঁদমনি হেমব্রমের৷ আপাতত মুক্তির অপেক্ষায় তাঁর গাওয়া প্রথম বলিউডি গান ‘জুদাইয়া বে’৷ ১২ ডিসেম্বর তাঁর গাওয়া গান মুক্তি পাবে বহুল প্রচারিত একটি মিউজিক চ্যানেলে৷ 

আরও পড়ুন- বিয়ের পরদিনই জয়পুর থেকে চপারে চেপে মুম্বই পাড়ি ‘ভিক্যাটে’র! দেখুন ভিডিয়ো 

হুগলির পাণ্ডুয়া থানার অন্তর্গত ইটাচুনা খন্যান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুল্টি গ্রাম৷ সেখান থেকে মুম্বইয়ের এই সফর চাঁদমণির কাছে যেন রূপকথার গল্প৷ প্রতিভার জোড়ে সোশ্যাল মিডিয়ার গন্ডি ছাড়িয়ে ১৫ বছরের আদিবাসী কিশোরীর কণ্ঠ ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি প্রান্তে৷ তাঁর গাওয়া প্রথম হিন্দি গান ‘জুদাইয়া বে’র সুর দিয়েছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এহসান আদ্রি৷ গানের কথা আরবাজ স্বরূপের৷ 

চাঁদমনির গাওয়া দুটি গান সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল৷ একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সখী ভাবনা কাহারে বলে’ এবং দ্বিতীয়টি নেহা কক্করের গাওয়া ‘ও হামসফর’৷ ছোট থেকে তথাকথিত কোনও তালিম নেননি চাঁদমনি৷ কিন্তু তাঁর প্রতিভি যে জন্মগত৷ তাই খুব অনায়াসেই গেয়ে ফেছিলেন গান দুটি৷ যা রীতিমতো ভাইরাল হয়ে যায়৷ তাঁর গায়েকি অনেকেরই মনে ধরে৷ সেখান থেকেই বদলে যায় চাঁদমনির জীবন৷ প্রথমে বাংলা ও সাঁতালি ভাষায় গান রেকর্ড করেন তিনি৷ এর পরেই সোজা ডাক আসে মুম্বই থেকে৷ 


গত বছর লকডাউন চলার সময় মুলটি গ্রামে ত্রাণ বিলি করতে গিয়ে চাঁদমনিকে প্রথম আবিষ্কার করেন সিঙ্গুরের শিক্ষক শ্যাম হাঁসদা৷ তাঁর ফেসবুকে পোস্ট করেছিলেন চাঁদমণি হেমব্রমের গান৷ দিলীপ হেমব্রম নামে এক স্থানীয় বাসিন্দার সঙ্গে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর কানে এসেছিল ‘ও হামসফর’ গানটি৷ চাঁদমণির কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিলেন শ্যাম৷ সেই কণ্ঠসুরের টানেই পৌঁছে যান চাঁদমনির কাছে৷ এর পর একের পর এক গান শোনান এই আদিবাসী কন্যা৷ মোবাইলে রেকর্ড করে সেই গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্যাম৷ যা রীতিমতো ভাইরাল হয়ে যায়৷ সেই গান শেয়ার করেন দুর্গাপুরের কাঁকসা মণিকারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চিরঞ্জিত ধীবর৷ ওই পোস্টটি ১২ লাখ শেয়ার হয়৷

এর সঙ্গে ঘুরতে থাকে চাঁদমনির ভাগ্যের চাকা৷ একাধিক সঙ্গীত পরিচালক তাঁর সঙ্গে যোগাযোগ করেন৷ ফোন আসে ইন্ডিয়ান আইডল কর্তৃপক্ষের তরফেও৷ এর পরেই পঞ্জারের বিখ্যাত সঙ্গীত পরিচালকের কাছ থেকে আসে গান গাওয়ার প্রস্তাব৷ কলকাতার স্টুডিয়োতে দাঁড়িয়ে চাঁদমনি গায় ‘জুদাইয়া বে’৷ 
 

Around The Web

Trending News

You May like