বিয়ের পরদিনই জয়পুর থেকে চপারে চেপে মুম্বই পাড়ি ‘ভিক্যাটে’র! দেখুন ভিডিয়ো

বিয়ের পরদিনই জয়পুর থেকে চপারে চেপে মুম্বই পাড়ি ‘ভিক্যাটে’র! দেখুন ভিডিয়ো

রায়পুর: কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজস্থানের দূর্গে সাত পাকে বাঁধা পড়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ৷ বিয়ের মণ্ডপে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল মোবাইল ও ক্যামেরা৷ হ্যাঁ, অনেকটা গোপন সভা বা উচ্চস্তরের রাষ্ট্রীয় সভার মতোই সম্পন্ন হয়েছে ‘ভিক্যাটে’র শুভ পরিণয়৷ গতকাল বিয়ে সেরেই আজ কপ্টারে চেপে মুম্বই রওনা দিলেন নব দম্পতি৷ 

আরও পড়ুন- গাঁটছড়া বাঁধলেন ভি-ক্যাট! যাওয়া হবে না মধুচন্দ্রিমায়!

ক্যাটরিনা

মুম্বইয়ের এক চিত্র সাংসবাদিকের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রাইভেট চপারে করেই জয়পুর থেকে মুম্বই ফিরছে নব দম্পতি৷ তাঁদের চপারে ওঠার আগের মুহূর্ত ক্যামেরা বন্দি করেন তিনি৷ সেখানে দেখা গিয়েছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে নীল সাদা চপার৷ কিছুটা দূরে একটি গাড়ি থেকে নামলেন ভিকি ও ক্যাটরিনা৷ তাঁদের মুখ স্পষ্ট দেখা না গেলেও, পিছন থেকে দেখে নিশ্চিত তাঁরা ‘ভিক্যাট’৷ গাড়ির সামনে কিছু লোকজনকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ এর পরেই দেখা যায় হলুদ রংয়ের সালোয়ার পরে চপারে উঠছেন অভিনেত্রী৷ চুল খোলা৷ তাঁরা উঠতেই বাইরে থেকে চপারের দরজা বন্ধ করে দেন এক ব্যক্তি৷ তবে চপার আকাশে ওড়ার আগেই ভিডিয়োটি শেষ হয়ে যায়৷ 

বিয়ের কিছু ছবি নিজেরাই পোস্ট করেন ভিক্যাট৷ চার হাত এক হওয়ার পর তাঁদের লেখাতেও ছিল মিল৷ তাঁরা লিখেছন, ‘যা আমাদের একে আপরের কাছে নিয়ে এসেছে, সেই সব কিছুকে আমাদের ভালবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। নতুন পথে একসঙ্গে চলার জন্য সকলের ভালবাসা প্রয়োজন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =