Aajbikel

‘পাঠান’ দেখতে গিয়ে বিপত্তি! ছাদ ভেঙে পড়ল দর্শকদের মাথায়, আহত অন্তত পাঁচ

 | 
পাঠান

পুরুলিয়া: দেশ জুড়ে বইছে ‘পাঠান’ ঝড়৷ সেই আঁচ পড়েছে এ রাজ্যেও৷ হলমুখী মানুষের স্রোত৷ ‘পাঠান’ চলছিল মুর্শিদাবাদের কান্দির ‘ছায়াপথ’ সিনেমা হলে। শো চলার মাঝেই বিপত্তি৷ হলের ছাদ ভেঙে আহত হলেন অন্তত ৫ জন দর্শক। ঘটনাস্থলে  পুলিশ।

আরও পড়ুন- ‘পাঠান’ ঝড়ে কাবু দেশ, এ বার মধ্যরাতেও ছবি দেখার ব্যবস্থা 

শাহরুখ খান ও দিপীকা পাদুকোন অভিনীত ‘পাঠান’ ছবির মুক্তির প্রথম দিন থেকেই ছক্কা হাঁকাচ্ছে৷  প্রতিটি প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়৷ বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজোর ছুটি থাকায়  ভিড় ছিল চোখে পড়ার মতো৷  কান্দির ‘ছায়াপথ’-এও তিল ধারণের জায়গা ছিল না। শো চলাকালীনই দীর্ঘদিনের পুরনো ওই প্রেক্ষাগৃহের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায়৷ আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে আনা হয় বলে কর্তৃপক্ষের দাবি। তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এক দর্শক জানান, এই প্রেক্ষাগৃহের অবস্থা খুবই খারাপ। ছবির ‘বেশরম রং’ গানটি চলাকালীন প্রেক্ষাগৃহেরছাদ ভেঙে পড়ে। বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি৷ এদিন আরও বড় দুর্ঘটনা হতে পারত।’’ এই ঘটনার পর  পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেপ্রশ্ন উঠছে৷  ‘ভাঙাচোরা বিল্ডিং’-এ কেন সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে,  তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

যদিও কর্তৃপক্ষের পাল্টা দাবি, দর্শকের হুড়োহুড়িতেই এই ঘটনা ঘটেছে। হল কর্তৃপক্ষের তরফে তাজ বিশ্বাস বলেন, ‘‘অতিরিক্ত দর্শকের চাপে আর নাচানাচির জেরেই ব্যালকনির ছাদ ভেঙে পড়ে। হলের অবস্থা মোটেই ভেঙে পড়ার মতো ছিল না।’’

Around The Web

Trending News

You May like