দশম ও দ্বাদশ বোর্ড পরীক্ষা নিয়ে বড় ঘোষণা CBSE-র

দশম ও দ্বাদশ বোর্ড পরীক্ষা নিয়ে বড় ঘোষণা CBSE-র

 

নয়াদিল্লি:   করোনা পরিস্থিতির মধ্যে আগামী বছর বোর্ড পরীক্ষা কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ ২০২১-এর দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার দিনক্ষণ এখনও জানায়নি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসসি)৷ তবে, এরই মধ্য বড় ঘোষণা করল বোর্ড৷ দশম ও দ্বাদশ শ্রেণির প্রাইভেট প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময় আরও বৃদ্ধি করল সিবিএসই৷

আরও পড়ুন- জানুয়ারি থেকে স্কুল খোলার অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি CISCE -র

সম্প্রতি সিবিএসই-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল প্রাইভেট প্রার্থী সিবিএসই-র ২০২১ বোর্ড পরীক্ষার জন্য এখনও আবেদন করেনি তারা ৯ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবে৷ এর জন্য পড়ুয়াদের সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in এ ভিজিট করতে হবে৷ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷ যারা ইতিমধ্যই আবেদন করে ফেলেছেন তারা ১০ থেক ১৪ ডিসেম্বরের মধ্যে ভুল সংশোধন করতে পারবে৷

সিবিএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ প্রাইভেট ক্যানডিডেটদের আবেদনের সময় পেরিয়ে গেলেও, কিছু পরীক্ষার্থী ডাটা সংশোধনের জন্য আবেদন জানিয়েছিল৷ আবেদনের সময় বাড়ানোর জন্যও বোর্ডের কাছে বহু পরীক্ষার্থী আবেদন জানায়৷ সেই আবেদনের ভিত্তিতেই সাবমিশন এবং কারেকশন করার জন্য লিঙ্ক আরও একবার খুলে দেওয়া হচ্ছে৷’’ খুব শীঘ্রই দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলেও আশা করা হচ্ছে৷  

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষা কবে? শিক্ষা দফতরকে নয়া প্রস্তাব পর্ষদের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখারিয়ালের সঙ্গে ‘লাইভ সেশনে’ বহু পরীক্ষার্থী পরীক্ষার দিন নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছিলেন৷ একই ভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা জগতের সঙ্গে যুক্ত মানুষজন৷ একজন ইউজার টুইট করে বলেন, ‘‘স্যার দ্বাদশ শ্রেণির প্রজেক্ট ওয়ার্ক বাতিল হওয়া উচিত৷ সরাসরি ক্লাসের জন্য সময় বরাদ্দ করার প্রয়োজন রয়েছে৷ কমপক্ষে তিন মাস অনলাইন ক্লাসের প্রয়োজন রয়েছে৷’’ দিন কয়েক আগে সিবিএসসি’র তরফে জানানো হয়েছিল, দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে অফলাইনেই৷ কোভিড প্রোটেকল মেনেই পরীক্ষার বন্দোবস্ত করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =