কাঞ্চন মল্লিকের স্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের হাই কোর্টে

কাঞ্চন মল্লিকের স্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের হাই কোর্টে

কলকাতা: অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ৷ মামলা দায়ের  কলকাতা হাই কোর্টে৷ 

 

 

আরও পড়ুন- আমাকে ধন্যবাদ পর্যন্ত বলল না! ‘বাদশা’র ওপর চটলেন শত্রুঘ্ন

অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তাঁর একমাত্র ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে আলিপুর আদালতে মামলা দায়ের করেছিলেন। ছেলের বয়স মাত্র ৯ বছর। আলিপুর আদালতের নির্দেশে মধ্য কলকাতার কোনও এক নিরপেক্ষ জায়গায় কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ছেলেকে নিয়ে আসবেন৷ সেখানে গিয়ে ছেলের সঙ্গে দেখা করবেন কাঞ্চন। কিন্তু আলিপুর আদালতের সেই নির্দেশ মানেনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আগামী ২৮ জুন মামলার শুনানি হবে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।

একমাত্র ছেলের সঙ্গে দেখা করার জন্য অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করতে বলা হয়েছিল কাঞ্চনকে। কিন্তু তিনি কোনও ভাবে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে যেতে রাজি হননি৷ কারণ সাবিত্রী চট্টোপাধ্যায় সম্পর্কে পিংকি বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। 

প্রসঙ্গত, কাঞ্চন ও পিঙ্কির সম্পর্কে ফাটল ধরার পর থেকেই শ্রীময়ীর সঙ্গে অভিনেতার সম্পর্ক ঘিরে চর্চা শুরু হয়েছে৷ এর আগে পিঙ্কি অভিযোগ করেছিলেন, কাঞ্চন নাকি ছেলের খোঁজ-খবর নেন না৷ এবার সেই ছেলেরই দেখা পেলেন না কাঞ্চন৷ আদালত অবমাননার দায়ে মামলা হল পিঙ্কির নামে৷