Aajbikel

আমাকে ধন্যবাদ পর্যন্ত বলল না! 'বাদশা'র ওপর চটলেন শত্রুঘ্ন

 | 
SRK_satru

মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খানের ওপর কেউ রেগে আছেন, তাও আবার ইন্ডাস্ট্রির কেউ, তা হালে শোনা যায়নি। কিন্তু এবার গেল। তাঁর ওপর রেগে বর্ষীয়ান অভিনেতা তথা বর্তমান তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা। প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভ জাহির করেছেন তিনি। শাহরুখকে এক কথায় 'অকৃতজ্ঞ' বলেও তোপ দেগেছেন শত্রুঘ্ন। কিন্তু কেন?

আরও পড়ুন- আগামী বছর মাধ্যমিক কবে? পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করলেন পর্ষদ সভাপতি

আসলে মাদক সেবন এবং সংগ্রহের অভিযোগে শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে যখন দেশ তোলপাড় হচ্ছে তখন তাঁকে কোনও রাখঢাক না রেখেই সমর্থন করেছিলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এনসিবি'র বিরুদ্ধে তাঁকে মুখ খুলতে দেখা গিয়েছিল। সেই ইস্যুতেই এবার আরিয়ানের বাবার ওপর চটলেন তিনি। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে শত্রুঘ্ন বলেন, তিনি বাবা হিসেবে শাহরুখের কষ্টটা বুঝেছিলেন, তাই তাঁকে সমর্থন করেছিলেন। কিন্তু তাঁর সহমর্মিতার কথা মনে রাখেননি বলিউডের 'কিং খান'। শত্রুঘ্নর কথায়, এখন আরিয়ান মুক্ত হওয়ার পরেও শাহরুখের তরফে কোনও ধন্যবাদ জানান হয়নি। কোনও রকম যোগাযোগই করেননি তিনি। এই কারণেই তাঁর ক্ষোভ রয়েছে বলে জানান অভিনেতা।

কিছুদিন আগেই এনসিবির তরফে আরিয়ান খানকে মাদক মামলায় ক্লিন চিট দেওয়া হয়। জানান হয়েছিল, মাদক মামলায় শাহরুখ পুত্রের নাম ইচ্ছাকৃতভাবে জড়ানো হয়েছিল। মাদক মামলায় সমীর ওয়াংখেড় সঠিকভাবে তদন্ত করেননি। এনসিবির গঠন করা সিট জানিয়েছিল, কারও কাছে মাদক বা অন্য কোনও তথ্য প্রমাণ পাওয়া না গেলে, তাঁর সঙ্গে কখনও আসামীর মতো ব্যবহার করা হয় না। কিন্তু এক্ষেত্রে আরিয়ান খানের কাছ থেকে সেই ধরনের কোনও প্রমাণ পাওয়া না গেলেও তাঁর সঙ্গে আমাসির মতো ব্যবহার করা হয়।

Around The Web

Trending News

You May like